কলকাতা : একাধিক রাজনৈতিক নেতা বা আইকনকে নিয়ে সিনেমা বা ওয়েব সিরিজ হয়েছে। তবে এবার যাকে কেন্দ্র করে ওয়েব সিরিজ হতে চলেছে তিনি বাঙালির অন্যতম রাজনৈতিক আইকন পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।
আরও পড়ুন : সিপিএমের ভরসা ছাত্র-যুবরাই, বাংলা থেকে DYFI এর সদস্যসংখ্যার রেকর্ড বৃদ্ধি
টলিউড সূত্রে খবর, এই সিরিজ পরিচালনা করবেন ‘হীরালাল’ ছবির খ্যাতনামা পরিচালক অরুণ রায়। খুব শীঘ্রই শুরু হবে ওয়েব সিরিজটি কাজ। যদিও সিরিজের বিষয়ে মুখ খুলতে নারাজ পরিচালক। সূত্রের খবর ওয়েব সিরিজের পর্দায় ভেসে উঠবে বাংলার বামপন্থী আন্দোলন থেকে বামফ্রন্ট সরকারের ক্ষমতায় আসা। এমনকি এই প্রথম জনতার কাছে উঠে আসবে জ্যোতি বসুর ব্যক্তিগত জীবন।
আরও পড়ুন : পরবর্তী লোকসভা নির্বাচনে নাও লড়তে পারেন সনিয়া, ইঙ্গিত কংগ্রেসের সিদ্ধান্তে
কিংবদন্তি কমিউনিস্ট নেতা জ্যোতি বসু বাংলার এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী। মৃত্যুর দশ বছর পর তাঁকে নিয়ে ওয়েব সিরিজ হবে এই খবরে উৎসাহিত বাম কর্মী সমর্থকরা, আবার কেউ কেউ আশঙ্কাতেও আছেন যে কি দেখান হবে, কতটা দেখান হবে। জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার ঘটনা দেখালে অস্বস্তিতে পড়বেন এ কে গোপালন ভবনের কমরেডরা। তবে এখন পর্যন্ত জ্যোতি বসুর চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও স্থির হয়নি। পরিচালক জ্যোতি বসুর চেহারা এবং ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হবেন এমন অভিনেতা খুঁজছেন।