করনদিঘি: প্রচার সর্বস্ব দুনিয়ায় পুরনো কথা বাতিল৷ বরং এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে নিজের ঢাক নিজে পেটানোর৷ অন্তত এমনটাই বলছেন, করনদিঘির বাসিন্দারা৷ সৌজন্যে, এলাকার তৃণমূল প্রার্থী গৌতম পাল।
আরও পড়ুন: west bengal assembly election 2021 রোড-শো’তে ঝড় তুললেন শাহ
কারণ প্রচারে বেরিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করনদিঘির তৃণমূল প্রার্থীর দাবি, ‘‘যেদিন নাম ঘোষণা হয়েছিল সেদিনই বুঝে গিয়েছিলাম করণদিঘি বিধানসভা কেন্দ্র থেকে আমিই জিতব৷ তবে এখন মনে হচ্ছে, কতটা মার্জিনে জিতব সেটা হিসেব করতে হবে৷’’ নিন্দুকেরা অবশ্য টিপ্পনি কাটতে ছাড়ছেন না৷ বলছেন, এতটাই যখন আত্মবিশ্বাসী তাহলে খামোখা রোদ্দুরে প্রচারে বেড়ানো কেন বাপু!
আরও পড়ুন: west bengal assembly election 2021 বিজেপি মুক্ত বাংলা গড়ার ডাক দিলেন মেধা পাটেকর
নিন্দুকের কথাকে অবশ্য পাত্তা না দিয়ে চোখের পাতা খোলা থেকে বন্ধ পর্যন্ত জন সংযোগে নিজেকে ব্যস্ত রাখছেন গৌতম৷ এদিন রাহু তারা-১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গণসংযোগ করতে দেখা গেল তাঁকে। হুড খোলা গাড়িতে চেপে কর্মী-সমর্থকদেরকে সঙ্গে নিয়ে এলাকায় এলাকায় জণোসংযোগ কর্মসূচি পালন করলেন৷ হাজির হলেন সাধারণ মানুষের বাড়িতে৷ কথা বললেন ভোটারদের সঙ্গে৷
সুযোগ বুঝে মানুষকে মনে করিয়ে দিলেন, ‘‘করোনার সময় আমি কিন্তু দরজায় শিকল তুলে বসেছিলাম না৷ সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, ছুটে গিয়েছি মানুষের আপদে-বিপদে৷’’ জয়ের বিষয়ে এতখানি নিশ্চিত হচ্ছেন কি করে? গৌতমের খোলামেলা জবাব, ‘‘রাজবংশী ভোটাররা আমার সঙ্গে রয়েছেন। গতকাল রাজবংশী সম্মেলন থেকেই সেটা স্পষ্ট হয়ে গিয়েছে৷’’ প্রসঙ্গত, এলাকায় রাজবংশী ভোটারদের সংখ্যাধিক্য রয়েছে৷ স্বভাবতই, নিন্দুকদের টিপ্পনিকে আমল না দিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন ঘাসফুলের প্রার্থী মহাশয়৷