কলকাতা: রাজ্যের আসন্ন পুরসভা নির্বাচনে বড়সড় সাফল্য পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর ইভিএমে নয়৷ আসন্ন পুরসভার ভোট ব্যালট পেপারেঅই করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন৷ কমিশন সুত্রের খবর, কলকাতা সহ রাজ্যের বাকি পুরসভায় ভোট হবে ব্যালটে৷
ইভিএমে ভোট করার ক্ষেত্রে বার বার কারচুপির অভিযোগ উঠেছে৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোট করার দাবি জানিয়ে আসছিলেন৷ গত বেশ কয়েকটি পুরসভা এবং পঞ্চায়েত ভোট ব্যালটের পরিবর্তে ইভিএমে করা হয়েছে৷ গত পঞ্চায়েত ভোটও ইভিএমে করা হয়েছে৷
তবে এবার সিদ্ধান্ত বদল করল রাজ্যের নির্বাচন কমিশন৷ বুধবার কমিশন সুত্রে জানা গিয়েছে, আসন্ন পুরসভার ভোট তারা ব্যালট পেপারেই করতে চলেছে৷ তাদের এই সিদ্ধান্তের ফলে এতদিন ইভিএমে ভোট কারচুপির যে অভিযোগ উঠেছিল, তার দুর হবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷