উদয়পুর, ত্রিপুরা: যত দিন এগোচ্ছে ত্রিপুরার রাজ্য রাজনীতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এবারে রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল গোটা উদয়পুর এলাকা। সন্ত্রাসের অভিযোগ উঠে সিপিআইএমের কর্মী সমর্থকদের উপর। এই ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন।
ধনপুরের পর এবার উদয়পুরে ঘটল রক্তাক্ত সংঘর্ষের ঘটনা। এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তিনি প্রতিক্রিয়া দেন, গত সোমবার সোনামুড়া ধনপুরে ত্রিপুরার বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএমের দুষ্কৃতীরা হামলা চালায়। এই হামলায় গুরুতর আহত হন ধনপুরের বাসিন্দা নিত্যানন্দ ভৌমিক। তিনি আগরতলা জিবি হাসপাতাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
আরও পড়ুন: প্রেমের ফাঁদ পেতে কিশোরী নয়, জোড়া কিশোর অপহরণের ঘটনায় চাঞ্চল্য মালদহে
বুধবার দিল্লি থেকে ফিরেই জিবি হাসপাতালে তাকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী। এমনকি, চিকিৎসকের কাছে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দীর্ঘ ২৫ বছরের বাম আধিপত্যকে ধূলিসাৎ করে দিয়ে মসনদে বসেছিল বিজেপি। পাখির চোখ ২০২৩-এর নির্বাচন। তার আগে থেকেই রাজনৈতিক দলগুলি ঘুঁটি সাজাতে শুরু করেছে। এরই মাঝে বাড়বাড়ন্ত শুরু হয়েছে সিপিআইএমের। এর ফলে উদ্বেগ প্রকাশ করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।