কলকাতা: শীত শেষ। প্রখর দাবদাহে আঁচ পাওয়া যাচ্ছে গ্রীষ্মের। তারমধ্যেই ব্রিগেডের মঞ্চ থেকে সিপিএমের প্রবীণ নেতা মহম্মদ সেলিম জানালেন, “বসন্ত এসে গেছে।”
আরও পড়ুন পরিবর্তন যাত্রার আগে উধাও বিজেপির প্রচার-গাড়ি
ব্রিগেডে বামেদের জোটসঙ্গী কংগ্রেসের পাশাপাশি উপস্থিত রয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি ও তাঁর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। তাদের পাশে নিয়েই মঞ্চে উঠে একযোগে বিজেপি-তৃণমূলকে আক্রমণ করেন সিপিএমের এই প্রবীণ নেতা।
রাজ্যে বিধানসভা ভোটের আগে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ‘খেলা হবে’ শব্দবন্ধটি। একই কথা ধার করে ভোটের ময়দানে নেমেছে তৃণমূল-বিজেপি-সিপিএম।
আরও পড়ুন শ্রীলেখার ‘অশ্লীল’ মধ্যমা আঙুল ব্রিগেডের হটকেক
ব্রিগেডের আগে যা নিয়ে রীতিমতো গান বানিয়ে প্রচারে নেমেছিল বামেরা। সেই সূত্র ধরেই সেলিম বলেন, ‘খেলা শেষ। রাজ্যে আগামী নির্বাচনে সরকার গড়বে বাম-কংগ্রেস জোট (পড়ুন সংযুক্ত মোর্চা)।’
তৃণমূল এবং বিজেপি এক হয়ে গিয়েছে। এই অভিযোগ রাজ্যের বিরোধীদের বহুদিনের। সম্প্রতি তৃণমূলের বহু নেতা-কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ায় এই অভিযোগের মাত্রা বেড়েছে বিরোধীদের।
আরও পড়ুন ধর্মকে আফিম বলা লেনিনের কমরেডরা ফুরফুরার লেজ ধরেছে: তথাগত
অন্যদিকে কেন্দ্র ও রাজ্যে একই সরকার আনার লক্ষ্য নিয়েছে বিজেপি শিবির। গেরুয়া শিবিরের ‘ডবল ইঞ্জিন’ সরকারের দাবিকেই কার্যত উড়িয়ে দিলেন সেলিম। জানিয়ে দিলেন, ‘ডবল ইঞ্জিন সরকারের কোনও প্রয়োজনীয়তা নেই। বিজেপি আসলে যেভাবে কেন্দ্রে সমস্ত বেঁচে দিচ্ছে, রাজ্যেও তাই করবে। ফলে, রাজ্যে শিল্প এবং কর্মসংস্থান আনতে একমাত্র বিকল্প বাম-কংগ্রেস জোট।