খাস খবর ডেস্ক: দিনকয়েক আগেই একশো দিন পার করেছে দিল্লির কৃষক আন্দোলন। বিরোধীদের অভিযোগ, তা নিয়ে বিশেষ হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। অন্যদিকে, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে ব্রিগেডে সমাবেশ করেছে ভারতীয় জনতা পার্টি। যাতে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে গেরুয়া শিবিরকে বিঁধেছে অন্যান্য রাজনৈতিক দলগুলি।
আরও পড়ুন বাটলা হাউস এনকাউন্টার: ১৩ বছর পর দোষী সাব্যস্ত জঙ্গি আরিজ খান
এবার ভোটের আগে বাংলায় আসতে চলেছেন ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ টিকাইত। আগামী ১৩ মার্চ (শনিবার) কলকাতায় রাজ্যের চাষিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রসঙ্গত, বাংলার চাষীদের মন জয়ে এর আগে তাদের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।
আরও পড়ুন ভোটে বাস-টাকার দাবিতে মুখ্য নির্বাচন কমিশন দফতরে যাচ্ছে সংগঠন
চলতি সপ্তাহের রবিবার টিকাইত জানান, ‘১৩ মার্চ আমরা কলকাতায় যাচ্ছি। কৃষকদের উদ্বেগ নিয়ে কথা বলব আমরা। ন্যূনতম সহায়ক মূল্যে তাঁদের ফসল কেনা হয় কিনা, তা জানতে চাইব।’ ফলে, রাজ্যের বিধানসভা ভোটের আগে যা গুরুত্বপূর্ন হতে চলেছে, এমনটাই মত রাজনৈতিক মহলের।
প্রসঙ্গত কেন্দ্রের আনা তিন নয়া কৃষি আইনের বিরুদ্ধে পথে নেমেছে কৃষকরা। তীব্র ঠান্ডার মধ্যেও দিল্লির রাজপথে প্রতিবাদ জানাতে পিছপা হয়নি কেউই। তবে পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা তাতে যোগ দিলেও এখনও সরাসরি তাতে যোগদান বা সমর্থন, কোনওটাই করেননি বাংলার কৃষকরা।
আরও পড়ুন ভোটের আগে শহরে নোট-রহস্য, উদ্ধার প্রায় ৬১ লক্ষ টাকা
শুধু বাংলা নয়, দেশের অন্যান্য রাজ্যেও যাবেন রাকেশ টিকাইত। ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) নেতা বলবীর সিং রাজেওয়াল জানিয়েছেন, ‘আমরা পশ্চিমবঙ্গ এবং কেরালায় দল পাঠাব। কোনও রাজনৈতিক দলকে সমর্থন না করেই বিজেপিকে হারাতে পারবেন, এমন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষকে আর্জি জানাব। কৃষকদের প্রতি মোদী সরকারের বঞ্চনা আমরা সবার সামনে তুলে ধরব।’