খাস খবর ডেস্ক: বঙ্গ রাজনীতিতে ‘খেলা হবে’ শ্লোগান ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। নিত্যদিন শাসক থেকে বিরোধী দলের নেতারা জনসভার মঞ্চে ‘খেলা হবে’ বলে আওয়াজ তুলছেন। রবিবার কলকাতার দেশপ্রিয় পার্কের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে গোলরক্ষক বলে দাবি করেছিলেন।
তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে জবাব দিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলিতে রাজীববাবু বলেন, বাংলার মেয়েকে মানুষ অনেক দেখেছে। এবার বাংলার অন্য ছেলে-মেয়েকে দেখতে চায় রাজ্যবাসী। স্ট্র্যাটেজিস্ট এনে উনি তৃণমূলের ভাবমূর্তি ঠিক করার চেষ্টা করলেও বাংলার মানুষ তাঁকে আর সুযোগ দেবে না।
আরও পড়ুন: গণধর্ষণের ২২ বছর পর ভিন রাজ্য থেকে ধরা পড়ল মূল অভিযুক্ত
রাজীবের কটাক্ষ, ওনার হয়ে মাঠে গোল করার লোক আর নেই। গোল বাঁচানোর জন্য তিনি এখন নিজেকে গোলরক্ষক বলে দাবি করছেন। তবে মনে রেখে দেবেন, উনি যদি গোলরক্ষক হন, তাহলে আমরাও বড় বড় স্ট্রাইকার আছি মাঠে। কীভাবে গোল দিতে হয়, তা আমরা জানি। আগামী দিনে গোল করে আমরা দেখিয়ে দেব।
রবিবার ভাষা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ২১-এ খেলা হবে আমি হব গোলরক্ষক, কারা জেতে আরা কারা হারে আমি দেখতে চাই। জেল যেতে হলে সেখান থেকে ডাক দেব জয় বাংলা। নাম না করে বিজেপির দিকে এই চ্যালেঞ্জ ছোড়ার ২৪ ঘণ্টার মধ্যেই জবাব দিলেন রাজীব।
আরও পড়ুন: মেয়ের কাছে ইডির কোনও নোটিশ পৌঁছায়নি, দাবি ফিরহাদের
রাজীব-মমতা দ্বৈরথ অবশ্য নতুন নয়। এর আগে আলিপুরদুয়ারের জনসভা থেকে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বন সহায়ক পদের নিয়োগে কারসাজির অভিযোগ তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছিলেন, বন সহায়ক নিয়োগে কারসাজি করা হয়েছে। যে ছেলেটা আমাদের সঙ্গে ছিল, চলে গিয়েছে, সে এই কারসাজি করেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পালটা গুড়াপের সভায় দাঁড়িয়ে রাজীববাবু জবাব দিয়েছিলেন, আমি এতদিন মুখ খুলিনি৷ আজ মুখ খুলতে বাধ্য হলাম৷ কারণ, শিষ্টাচার আপনি ভেঙেছেন৷ আমার কাছে সমস্ত কপি আছে৷ আপনার কোন নেতা, মন্ত্রী কি সুপারিশ দিয়েছে, কালীঘাট থেকে কি সুপারিশ এসেছিল-সব যত্ন করে রেখে দিয়েছি৷ কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে পড়বে, আপনি বাধ্য করছেন সেটা করতে৷