রাজারাজা ‘হিন্দু ছিলেন না’ বলা মানে যিনি ক্যাথলিক তিনি খ্রিস্টান নন: Congress

0
21
Rajaraja

খাস ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে মণিরত্নম পরিচালিত ‘পোনিইন সেলভান’ বা ‘পিএস ১’। ছবির মুক্তির পরেই চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে রাজনৈতিক মহল, সর্বত্রই শুরু হয়েছে বিতর্ক। এই আগুনে ঘি পড়ে পরিচালক ভেটরিমারানের উক্তিতে। আর তার পর থেকেই পরিচালকের বিরুদ্ধে তোপ দেগেছে গেরুয়া শিবির। এবার এই বিতর্কে প্রবেশ করল কংগ্রেসও।

প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং প্রবীণ নেতা করণ সিং মন্তব্য করেন, চোল সাম্রাজ্যের রাজা রাজারাজা (Rajaraja) ‘হিন্দু নন’ বলে একেবারেই অবান্তর। তিনি বলেন, “এর মানবে তাহলে এই দাঁড়ায় যে যিনি ক্যাথলিক তিনি খ্রিস্টান নন। আসলে এসব করে আমাদের ধর্মকে অসম্মান করা হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে”।

- Advertisement -

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণি চিত্রপরিচালক মণিরত্নমের পোনিইন সেলভান’ বা ‘পিএস ১’ ছবির কাহিনী চোল সম্রাট রাজারাজাকে কেন্দ্র করে। ছবির মুক্তির পর তামিলনাড়ুর বিজেপি নেতাদের কেউকেউ বলা শুরু করেন যে রাজারাজাই ছিলেন অন্যতম সেরা হিন্দু রাজা। এরপর থেকেই শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন- কোম্পানির সই জাল করে কর্ণধার দাবি করার অভিযোগ, গ্রেফতার বিহারের দুই প্রতারক 

বিজেপি নেতাদের এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিচালক ভেটরিমারান বলেন, “চোল সম্রাট রাজারাজা (Rajaraja) মোটেই হিন্দু ছিলেন না। কেননা ওই সময় হিন্দু ধর্মের কোনও অস্তিত্বই ছিল না। এসব আসলে তামিল পরিচয়কে মুছে ফেলে হিন্দুত্ববাদী ভাবনা স্থাপনের চক্রান্ত”। বিতর্কে প্রবেশ করেন অভিনেতা এবং পরিচালক কমল হাসানও। তিনি ভেটরিমারানের যুক্তিকে সমর্থন করে বলেন, “ওই সময় হিন্দু ধর্ম বলে কিছু ছিল না। শাক্ত বা শৈব ছিল, যারা শিবের উপাসনা করতেন”।