খাসডেস্ক: সোমবারই উৎসবে ফেরার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। ১ মাস তো হয়ে গেল, এবার পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী। অর্থাৎ আন্দোলনমুখী নাগরিকসমাজকে স্বাভাবিক ছন্দে ফেরার আহবান জানিয়ে ছিলেন। আপাতত সিবিআই এর হাতে তদন্তভার রয়েছে। সেই বিষয়টি মনে করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একশ্রেণির মানুষের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তুলেছিলেন বাংলার মা-মাটি-সরকারের প্রধান। যারা বাংলাকে গোটা বিশ্বের সামনে লজ্জিত করার চেষ্টা করছে।
আরও পড়ুন: মাঝে ৩ দিন, মৃত তরুণী চিকিৎসকের সংগৃহীত নমুনা ফরেন্সিকে গিয়েছিল ৭২ ঘণ্টা পর
মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরেই দিকে দিকে সমালোচনার ঝড় বয়ে যায়। বিরোধীরা তো বটেই রাত দখলের উদ্বোধক রিমঝিম সিংহ মুখ খোলেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে পাল্টা প্রশ্ন তুললেন নির্যাতিতা তরুণীর বাবা-মা। বললেন, “ফিরিয়ে দিন আমাদের মেয়েকে। তাঁর (মুখ্যমন্ত্রী) পরিবারেও যদি এমন ঘটনা ঘটতো তবে কি তিনি এই কথা বলতে পারতেন? আমরা আমাদের মেয়ের সঙ্গে দুর্গা পুজো কাটাতাম। আগামীদিনে দুর্গা পুজো বা অন্যান্য উৎসবে আমরা আর সামিল হতে পারবো না। অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য।“ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেল এমনটাই।
আরও পড়ুন: ময়নাতদন্তের সময় তরুণীর দেহ ঘিরে ছিলেন কারা?
মুখ্যমন্ত্রী মমতার (MAMATA BANERJEE) এইধরনের মন্তব্য সামনে আসার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, “আপনি কি মনে করেন আপনি যখন বলবেন তখন তাঁরা দাঁড়াবে, বসবে, উদযাপন করবে, প্রতিবাদ করা বন্ধ করে দেবে? আপনারা শান্ত হন। বাংলায় মাতৃ জাগরন হয়েছে। বাংলা থেকে দ্রুত অশুভ শক্তি বিতারিত হবে।“ অন্যদিকে সুজন চক্রবর্তী বলেন, “তাঁর (মুখ্যমন্ত্রী) একটাই উদ্দেশ্য, আন্দোলনকে প্রশমিত করা। তিনি ভাবছেন, মানুষ নিরাপত্তার বিষয়টিকে উপেক্ষা করে সেলিব্রেশনে মেতে উঠবেন”।