নয়াদিল্লি : জাতীয় রাজনীতিতে গান্ধী পরিবারের দিকে নজর থাকে সব মহলের। গান্ধী পরিবারের সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ সমীকরণটা ঠিক কেমন, এটা নিয়ে বহু মানুষেরই কৌতূহল রয়েছে। সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী ফেসবুক লাইভে এসে জানিয়েছেন, ছোটবেলায় দাদা রাহুলের সঙ্গে তিনি কি করতেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
এবার জানা গেল প্রিয়াঙ্কার মা অর্থাৎ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন। প্রিয়াঙ্কা নিজেই একটি ফেসবুক পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। একটি প্রশ্নোত্তর পর্বে জনৈক এক মহিলা প্রিয়াঙ্কা গান্ধীকে প্রশ্ন করেন যে, প্রিয়াঙ্কা গান্ধীকে সনিয়া গান্ধী কি বলে ডাকেন ? উত্তরে প্রিয়াঙ্কা হেসে বলে, “ভালবেসে মা বলে প্রি আর রেগে গেলে জোরে চিৎকার করে বলে প্রিয়াঙ্কা”।
প্রিয়াঙ্কা গান্ধী গতকাল উত্তরপ্রদেশ নির্বাচনের ক্ষেত্রে দাদা রাহুলকে পাশে বসিয়ে যুবদের উন্নয়নের জন্য একটি ইস্তেহার প্রকাশ করেছেন। সেখানে সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা নিজে একটি জল্পনা উস্কে দেন। উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রিয়াঙ্কাই, এমনটাই ইঙ্গিত দেন রাজীব তনয়া। তাঁর এহেন মন্তব্যের পর দেশজুড়ে চর্চা শুরু হয়ে যায়। কংগ্রেসের আগামীর মুখ প্রিয়াঙ্কা গান্ধী বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।