খাস ডেস্ক: ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ক্ষমতাসীন হওয়ার পর থেকে লাগাতার বিদেশ সফর করে চলেছেন। এনিয়ে বিতর্কও চলেছে। তৃতীয় দফায় এনডিএ সরকার ক্ষমতাসীন হওয়ার পরে মোদী রাশিয়া, ইউক্রেনে সফর করেছেন। এবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে।
মোদী সরকার নিজেদের যুদ্ধবিরোধী হিসেবে দাবি করছে। রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ থামাতে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন মোদী। এবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে গাজায় ইজরায়েলের লাগাতার আক্রমণের বিরোধিতা করে সোমবার নিউইয়র্কে বৈঠক করেছেন প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে।
সূত্রের খবর, ওই বৈঠকে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী কথা দিয়েছেন, আগামীদিনেও ভারত প্যালেস্তাইনের নাগরিকদের সব ধরনের মানবিক সহায়তা চালিয়ে যাবে। প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে মোদীর এই বৈঠকের খবর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইজরায়েল গাজায় যে লাগাতার হামলা চালাচ্ছে এর আগেও সেই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত।
রাষ্ট্রসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে এবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বৈঠক করেছেন। সূত্রের খবর, এদিন মোদী বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে। এছাড়া একই উদ্দেশ্যে বৈঠক করেছেন কুয়েতের প্রিন্সের সঙ্গেও। ভারতের বিদেশ মন্ত্রকের দাবি, এই বৈঠকগুলোর ফলাফলও ইতিবাচক। সোমবার মোদী দিনের শুরুতে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে সেরা প্রযুক্তি সংস্থাগুলোর চিফ এক্সিকিউটিভ অফিসারদের সঙ্গে। প্রসঙ্গত, এবার মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর তিনদিনের।