পলাশ নস্কর, কলকাতা: বাংলার ‘মর্যাদা’ নিয়েই এবার প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ বললেন, ‘‘কাদের মর্যাদা দেওয়া হচ্ছে? আগের লোকেদের ছোট করা হচ্ছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় করা হচ্ছে!’’ দাবি করেছেন, ‘‘মহাজাতি সদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়ে গেল! তিনিও মনীষীদের পর্যায়ে চলে গেলেন! সাহিত্য একাডেমির পুরস্কারও হয়ে গেলে। পরবর্তী নোবেল পুরষ্কারের জন্য নামও পাঠানো হবে!’’
শনিবাসরীয় সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী ও তার সরকারের সমালোচনায় সরব হলেন দিলীপ৷ টেনে এনেছেন নন্দনে অনীক দত্তের অপরাজিত স্ক্রিনিং করতে না দেওয়ার প্রসঙ্গটি৷ বলেছেন, ‘‘আমি জানি না কি রাজনীতি চলছে নন্দনে। ওদের পার্টির লোকেদের ছবি প্রকাশ করতে দেন না। এমপি দেবের সঙ্গেও এইধরনের ঘটনা ঘটেছে। রিলিজ করতে দেওয়া হয়নি, ওখানে আলাদা হিসাব হয়। এইভাবে শিল্প সাহিত্য কাব্য কলুষিত করা হচ্ছে৷ এতে বাংলার মর্যাদাহানি হচ্ছে৷!’’
এই প্রসঙ্গেই শিক্ষাঙ্গনের বেনিয়মের প্রসঙ্গ টেনে এনেছেন মেদিনীপুরের সাংসদ। এসএসসি কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে বলেন, ‘‘গ্রুপ সি মামলায় দোষী সাব্যস্ত এসপি সিনহা,পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই।’’ মনে করিয়ে দিয়েছেন, ‘‘যখনই সিবিআই ডাকে, ইডি ডাকে ওরা কোর্টে চলে যান৷ হাসাপাতালে ভর্তি হয়ে যান। কেন ওখানে যান, সেটা এখন বোঝা যাচ্ছে।’’ দাবি করেছেন, ‘‘এনকোয়ারি যতগুলো কমিটি তৈরি হয়েছে সত্যি সত্যি এই সমস্ত কমিটির রিপোর্ট সামনে এলে এইধরনের অনেক রাঘব বোয়াল ধরা পড়বে। কারণ, নিয়োগের ক্ষেত্রে কয়েকশো কোটি টাকা এরা কালেকশন করেছে। এত বড় দুর্নীতি। প্রত্যেকটি পরীক্ষাতে দুর্নীতি হয়েছে এই সরকার আসার পরে।’’
আরও পড়ুন: শান্তিকুঞ্জে দিলীপ, ‘বিরক্ত’ দিব্যেন্দু