নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: দিন পিছতে পিছতে অবশেষ সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেন৷ তালিকায় দেখা গিয়েছে বহু নতুন মুখ ও সেই সঙ্গে সেলবোদের উপস্থিতি৷ এক এক জায়গায় তাঁর ঘোষিত এই তালিকাকে সাদরে মেনে নিয়েছে৷
কোথাও আবার দেখা দিয়েছে গোষ্ঠী কোন্দল৷ তার মধ্যে অন্যতম জায়গা হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী৷ ২৯৪ টি আসনে প্রার্থী ঘোষণার পরই তৃণমূলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে কেশিয়াড়ী এসটি বিধানসভা কেন্দ্রে। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের মনোনীত প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন পরেশ মুর্ম্মূ।
এবারের ২১-শের নির্বাচনেও কোনো পরিবর্তন হয়নি কেশিয়াড়ী বিধানসভা কেন্দ্রে। ফের পরেশ মুর্ম্মূকেই বিধায়ক প্রার্থীপদে বহাল রেখেছে তৃণমূল। প্রার্থী ঘোষণা হতেই ক্ষোভ বিক্ষোভ কেশিয়াড়ী ব্লক যুব তৃণমূলের অন্দরে। বিধায়ক বহিরাগত ও দুর্নীতিগ্রস্ত এই অভিযোগ তুলে কার্যত ক্ষোভ উগরে দিয়ে নিজেদের পদ ছেড়ে দিলেন নেতা-নেত্রীরা৷
সেই তালিকায় রয়েছেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদিকা কল্পনা শীট, সহ সভাপতি পবিত্র শীট, যুব সম্পাদক সঞ্জয় গোস্বামী, পিযুশ চন্দ সহ কয়েকশো যুব কর্মী। প্রার্থী তালিকা ঘোষণার পরেই শুক্রবার কেশিয়াড়ীতে সাংবাদিক সম্মেলন করে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেতৃবৃন্দ।
বিধায়কের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ করেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদিকা কল্পনা শীট। তাঁর অভিযোগ, পরেশ মুর্মূ কোনোরকম আলোচনা না করেই কাজ করতেন৷ এছাড়াও আরও একাধিক অভিযোগ করে তিনি পদ ত্যাগ করেন৷ তবে বিজেপিতে যোগদানের প্রসঙ্গ উড়িয়ে দেন যুব নেত্রী।