খাসডেস্ক: সিবিআই এর ডাকে সাড়া দিয়ে সকাল সকাল সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন DYFI এর রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (MINAKSHI MUKHERJEE)। প্রায় দু-ঘণ্টা সেখানে থাকার পর সিজিও থেকে বেড়িয়ে আসেন বাম যুব নেত্রী। কেন ডেকেছিল সিবিআই? এই প্রশ্নের উত্তর সরাসরি দেননি বামনেত্রী। তিনি জানিয়েছেন আপামর রাজ্যবাসীর মতো আর জি করে নির্যাতিতা তরুণীর বিচার চান। সিবিআই সহযোগিতা চেয়েছিল। সহযোগিতা করতেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন তিনি।পাশাপাশি ডাক্তারদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তোলা হলে মীনাক্ষী জানান, ডাক্তারদের গায়ে ‘একটাও আঁচড় পড়লে ছাড়া হবে না’।
আরও পড়ুন : শীর্ষ আদালতের নির্দেশে বড়সড় আর্থিক ক্ষতির সম্ভাবনা এয়ারটেল-ভোডাফোনের
৯ ই অগাস্ট আর জি করে জরুরি বিভাগের উপর সেমিনার হল থেকে মেলে তরুণীর চিকিৎসকের দেহ। অভিযোগ সেইদিন সন্ধ্যায় তরুণীর ময়নাতদন্তের পর মৃতার শেষকৃত্য সম্পন্ন করতে তাড়াহুড়ো করে পুলিশ। রীতিমত রাতের অন্ধকারে তরুণীর দেহ লুট করে নিয়ে যান উর্দিধারীরা। হাসপাতাল থেকে তরুণীর দেহ নিয়ে বেরনোর সময় পুলিশের গাড়ি আটকে ছিলেন মীনাক্ষী। নির্যাতিতার বাবা মার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এই গোটা বিষয়টি জানার চেষ্টা করছে সিবিআই।
আরও পড়ুন: লরেন্স বিষ্ণোইয়ের নাম করে এবার সলমান খানের বাবা সেলিম খানকে হুমকি
এরপরের ঘটনা ১৪ ই অগাস্ট রাতের। ওইদিন ছিল প্রথম রাত দখলের ডাক। গোটা রাজ্যবাসী এককাট্টা হয়েছিলেন নারী নিরাপত্তায়। দিকে দিকে শান্তিপূর্ণ মিছিল হলেও রাত ১২ টা নাগাদ আর জি করের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল দুষ্কৃতী দেদার ভাঙচুর ও লুটপাট চালায় আর জি করে। এমার্জেন্সিতেও ঢুকে পড়েন। এদিকে হাসপাতাল চত্বরের বাইরে বিক্ষোভে বসেছিলেন DYFI এর কর্মী-সমর্থকরা। সেদিন সেখানে উপস্থিত ছিলেন মীনাক্ষীও। মূলত, ১৪ অগস্ট আরজি করে ভাঙচুড়ের ঘটনা নিয়ে কথা বলার জন্য মীনাক্ষীকে (MINAKSHI MUKHERJEE) ডেকে পাঠানো হয়েছিল বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।