কৃষ্ণনগর: বাংলায় অস্ত্র পাচারের চেষ্টা করছে বিজেপি৷ সেই কারণে রাজ্যজুড়ে নাকা চেকিং জোরদার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর আশঙ্কা, রাজ্যে অশান্তি পাকাতে অস্ত্র ও বোমা পাচার করতে চাইছে বিজেপি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে পুলিশ৷ রাজ্যে প্রবেশের সড়কপথগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি৷
বিজেপির বিরুদ্ধে আগেও এমন অভিযোগ করতে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ ঝাড়খণ্ড থেকে গুণ্ডা পাঠিয়ে পুরুলিয়াকে অশান্ত করার অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে করেছিলেন মুখ্যমন্ত্রী৷ এবার বিজেপির বিরুদ্ধে অস্ত্র পাচারের অভিযোগ আনলেন তিনি৷ সম্প্রতি কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে বৈঠক শেষে পুলিশকে নাকা চেকিং আরও জোরদার করার নির্দেশ দেন তিনি৷ সূত্র মারফত জানা গিয়েছে, নকল প্রেস ও পুলিশের স্টিকারওয়ালা গাড়ি আগ্নেয়াস্ত্র পাচারের জন্য ব্যবহার করা হচ্ছে৷ এখবর কানে গিয়েছে মুখ্যমন্ত্রীর৷ এরপরই পুলিশকে সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
উল্লেখ্য, পূর্ব বর্ধমানে অস্ত্র ও বোমা পাচার করতে গিয়ে বিজেপির কিছু নেতা ধরা পড়েছিল৷ সেই কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই দিনের বৈঠকে বলতে শোনা যায়, পুলিশকে নজরদারি আরও তীব্র করতে হবে৷ তবে নাকা চেকিংয়ের নামে কাউকে যেন হয়রানি না করা হয় সেটাও খেয়াল রাখতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ ওই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব রাজিব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা৷