শুভেন্দুর হাজরা সভার পাল্টা সভায় লালনকাণ্ডে তোপ দাগলেন তৃণমূল নেতৃত্ব

0
61
lalan sheikh

খাস ডেস্ক: বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখ (lalan sheikh)-র অস্বাভাবিক মৃত্যুতে ধুন্ধুমার গোটা রাজ্য। লালন শেখ (lalan sheikh)-র মৃত্যুর ঘটনায় রামপুরহাটে অস্থায়ী ক্যাম্পের বাইরে বসে বিক্ষোভে সরব হয়েছেন গ্রামবাসীরা। ক্যাম্পের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তাঁরা। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পরে গিয়েছে।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

অন্যদিকে, লালন শেখ (lalan sheikh)-র মৃত্যুর ঘটনায় মঙ্গলবার শিলং সফরে গিয়ে মুখ খুলেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ শিলং-এ গিয়ে ফের ফের বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সিবিআই হেফাজতে থাকাকালীন কিভাবে এক বন্দির মৃত্যু হতে পারে? ঘটনার প্রতিবাদে এবার দল সরব হবে।”

এদিকে নেত্রীর পরই লালন শেখ (lalan sheikh)-র মৃত্যুর ঘটনায় একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তৃণমূল নেতৃত্বরা। এদিন শুভেন্দুর হাজরা সভার পাল্টা সভায় লালনকাণ্ডে তোপ দাগলেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার হাজরার সভায় উপস্থিত হয়ে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, “লালটুস আর ফানটুসরা কি কি বলে গিয়েছেন, তা আপনারা শুনে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকে। লালন শেখের এই মৃত্যু তীব্র প্রতিবাদ করি। এই ঘটনায় সিবিআই জবাবদিহি করতে হবে। ১২ তারিখ কি হবে? ১২ তারিখ লালন শেখ মারা যাবে, সেটা কি আগে থেকেই শুভেন্দু জানতেন তাহলে!”

আরও পড়ুন-বিক্ষোভের জেরে ফের উত্তপ্ত Visva-Bharati, পড়ুয়াদের লক্ষ্য করে ঢিল ছুঁড়ে বিতর্কে জড়ালেন উপাচার্য

অন্যদিকে, বিধাননগর মেলার উদ্বোধনে এসে লালন শেখের স্ত্রীর অভিযোগ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “আমার মনে হয় ইমিডিয়েট যেহেতু হাইকোর্ট অর্ডার দিয়েছে হাইকোর্ট। তাই আমি হাইকোর্টের কাছে অনুরোধ করবো এটাকে গুরুত্ব সহকারে দেখার জন্য। সেন্ট্রাল এজেন্সি যা ইচ্ছা তাই করতে পারে না। কাউকে খুন করে দিতে পারে না। আজকে যা অবস্থা হচ্ছে যদি সত্যি সত্যি টাকা চেয়ে থাকে তাহলে সেন্ট্রাল এজেসির হায়েস্ট অফিসারদের দায়িত্ব নিতে হবে। এবার হয়তো হাইকোর্ট বুঝতে পারবেন যে সেন্ট্রাল এজেন্সি দিয়ে ইভেস্টিগেশন হয় না অত্যাচার করছে কেন্দ্রীয় সরকার। যখন নিয়ে এসেছিল তখন হাঁটতে পারছিল না। মারধর করা হয়েছে শুনেছি। সি আর পি এফ দিয়ে মারধর করা হয়েছে। তার জন্যই মারা গিয়েছিল কি না পোস্ট মর্টেম রিপোর্ট বেরোবে।” এছাড়াও লালন শেখ (lalan sheikh)-র মৃত্যুর ঘটনায় এদিন মদন মিত্র বলেন, “লালন কার হেফাজতে ছিল? কি ভাবে হেফাজতে থাকাকালীন একজনের মৃত্যু হয়? সিবিআইকে এর জবাবদিহি করতে হবে।”

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

প্রসঙ্গত, বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ (lalan sheikh)। চলতি মাসের ৩ তারিখ ঝাড়খণ্ডের পাকুড় থেকে অভিযুক্ত লালন শেখ (lalan sheikh) কে গ্রেফতার করে সিবিআই। এরপরেই সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে সিআরপিএফের বিশেষ নিরাপত্তায় রাখা হয়েছিল লালন শেখ (lalan sheikh) কে। আর সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন গতকাল মৃত্যু হয় বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখ (lalan sheikh)-র।