খাসখবর ডেস্ক: দেব (DEV) ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (KUNAL GHOSH) অম্ল-মধুর সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। দিন কয়েক আগে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন দেব। উদ্বোধন করেছিলেন ডায়ালিসিস মেশিন ও এমআরআই মেশিন। পাশাপাশি অভিনেতা-সাংসদ জানান, ডায়ালিসিস ও সিটি স্ক্যান শীঘ্রই চালু হতে চলেছে সেখানে। এবার ডায়ালিসিস ইউনিট নিয়ে দলীয় সাংসদ দেবকে নিশানা করলেন কুণাল। ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের ছবি পোস্ট করে কুণাল লিখলেন “ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ২০২৪ সালের ১২ মার্চ উদ্বোধন করা হয়েছিল”। পাশাপাশি কুণালের দাবি কয়েকদিন আগে সাংসদ দেব ওটাই উদ্বোধন করেন। উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম বদলে দেবের নাম দেওয়া হয়েছে। দেবকে কটাক্ষ করে কুণাল লিখেছেন, সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ডটা করা যায়! শুধু রিলের নয়, রিয়েল হিরো দেব।
আরও পড়ুন: বিনেশকে উপযুক্ত শাস্তি দিয়েছেন ঈশ্বর, বিস্ফোরক মন্তব্য যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের
এখন প্রশ্ন ডায়ালিসিস মেশিন যদি উদ্বোধন হয়ে গিয়ে থাকে, তাহলে পুনরায় উদ্বোধন করার প্রয়োজন পড়ল কেন। কেনই বা কুণাল ঘোষ সর্বসমক্ষে সেই নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন দেবের উদ্দেশে? কোথাও কি দলীয় সমন্বয়ের অভাব হচ্ছে? আর জি কর পরিস্থিতির মাঝে এমন প্রশ্ন রাজ্যের শাসকদল তৃণমূলকে ফের অস্বস্তিতে ফেলল। তা এককথায় বলাই যায়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টা থেকে নজর ঘোরানোর চেষ্টা করেছে। তাঁদের দাবি, ইউনিটটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন ঠিকই, তবে পরিষেবা প্রদান শুরু করেছেন দেব। অর্থাৎ এতে কোনও ভুল নেই।
আরও পড়ুন: “বিশ্বকাপ না জিতলেও চলবে”, ৯০০ গোলের পর একী বললেন রোনাল্ডো!
ওইদিন ঘাটাল মহকুমা হাসপাতালে গিয়ে সাংসদ দেবকে (DEV) বলতে শোনা গিয়েছিল “এই কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাওয়ের কোনও মানে নেই, যদি আমরা আমাদের দেশের মেয়েদের না বাঁচাতে পারি।” বলাবাহুল্য বেঁটি বাঁচাও কেন্দ্রের প্রকল্প হলেও কন্যাশ্রী, রূপশ্রী রাজ্যের প্রকল্প।