সিবিআই দফতরে এসে বিজেপিকে আক্রমণ কুণাল ঘোষের

0
552

পলাশ নস্কর, বিধাননগর ব্যুরো: চলতি সপ্তাহের বুধবার প্রাতঃভ্রমনে গিয়ে দলকর্মীদের কড়া বার্তা দেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে যারা দল বিরোধী কথা বলবে তাদেরকে সাসপেন্ড করা হবে। প্রসঙ্গত সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পলের মতো নেতাকে শো কজ করেছে ভারতীয় জনতা পার্টি।

আরও পড়ুন শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল মুখপাত্র কুণাল

- Advertisement -

এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে আসেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। সেখান থেকেই বিজেপিকে আক্রমণ করেন তিনি। দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপির এটাই তো সমস্যা ছিল। আদি বিজেপি বনাম নব্য বিজেপির মধ্যে আগে থেকেই ঝামেলা ছিল। তার মধ্যে এখন পরিযায়ী বিজেপি এসে তাদের উপর ছড়ি ঘোড়াচ্ছে। তাতে আরও সমস্যা তৈরি হচ্ছে।”

 

বিজেপি কর্মীদের উদ্দেশ্যেও বার্তা দেন তিনি। বলেন, “আমি বিজেপি কর্মীদের পরিস্কার বলবো তৃণমূল বা অন্য কোন দল থেকে গিয়ে আপনাদের সঙ্গে বসছে কেউ নমিনেশন পাবে না বলে। কেউ কেউ আবার ইডি সিআইডি থেকে বাঁচতে, কেউ আর কিছু পাওয়ার নেই এখন বিজেপিতে যাই, কাউকে দল একসেপ্ট করছে না বলে যাচ্ছে। যারা এখন বিজেপিতে যাচ্ছে আপনারা তো একসময় এদের সঙ্গে লড়েছেন।”

 

বঙ্গ বিজেপিকে তৃণমূলের ‘বি’ টিম বলেও কটাক্ষ করেন তিনি। দলত্যাগী নেতাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা তৃণমূলের বি টিমে যাচ্ছেন কেনো ? রাজনীতি করতে হলে তৃণমূলের এ টিম টা করুন। সুজাতা মন্ডলের মত একজন ডাকাবুকা নেত্রীও সরাসরি এই কথাই বললেন। ফলে দিলীপ দা-রা এখন আদি বিজেপি বনাম নব্য বিজেপির লড়াইয়ে ব্যস্ত। নব্য বিজেপিরা এসে আদি বিজেপিকে হাইজ্যাক করে নিচ্ছে। কোথায় চেয়ার নিয়ে মারামারি হচ্ছে, কোথায় কে কাকে ঢুকতে দেবে না সাসপেন্ড হচ্ছে। তার মধ্যে আবার পরিযায়ী বিজেপি এসে ঢুকেছে। এই তিন বিজেপি নিয়ে বাংলার মানুষ একটা সার্কাস দেখছেন শীতকালে। শীতকালীন সার্কাস পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য। আর সেখানে বন্যপ্রাণী আইন অনুযায়ী বাঘ সিংহ থাকে না। থাকে জোকার, কাকাতুয়া, টিয়া পাখি, আদি বিজেপি, নব্য বিজেপি, পরিযায়ী বিজেপি।”