খাসডেস্ক: স্বাস্থ্যভবনের সামনে গত মঙ্গলবার থেকে একটানা বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বিচারের আর্জির বদলে বিচারের দাবিতে পথে রয়েছেন তাঁরা। আন্দোলনরত চিকিৎসকদের ভিড়ে মিশেছেন সাধারণ মানুষ। পাশে দাঁড়াচ্ছেন সেলিব্রিটিরাও। সম্প্রতি কুণাল ঘোষ (KUNAL GHOSH) ও দেবাংশু ভট্টাচার্যকে (DEBANSHU BHATTACHARYA) নিয়ে বিরূপ মন্তব্য করেন টেলিভিশন অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য। তাঁকে সংবাদ মাধ্যমের সামনে সাফ বলতে শোনা যায়, “এই যে কুণাল ঘোষ, আর এই যে ছেলেটা, ওর নামও ভুলে যাই। দেবাংশু। পাবলিক যেদিন হাতে পাবে, সেদিন কে ওঁদের বাঁচাবে আমি দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওঁদের বাঁচাতে আসবেন না। একদিন না একদিন তো ডাক্তারের কাছে পড়তেই হবে, কারণ অসুস্থ সবাই হয়। সেই দিনটা খুব ভয়ানক ওঁদের কাছে।” এরপরই অভিনেত্রীকে নিয়ে সমাজমাধ্যমে ঠাট্টা তামাশা শুরু করেন কুণাল ও দেবাংশু। অভিনেত্রীকে দেবাংশুর পাত্রী হিসেবে বেছে নেন কুণাল। এমনকি ‘নিজেকে ভাসুর ভাসুর’ লাগছে বলে মন্তব্য করতে দেখা যায় তৃণমূল মুখপাত্রকে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা পার, সন্ধান নেই ৪৯ মৎস্যজীবীর, সন্ধান পেতে আকাশপথে উড়ল কপ্টার
পাল্টা পোস্ট করে কুণালের প্রস্তাবের উত্তর দিতে দেখা যায় দেবাংশুকেও (DEBANSHU BHATTACHARYA)। ‘বড় দজ্জাল, টিকবে কি?’, ‘লাইফ হেল করে দেবে’, ‘বদন বিগড়ে গেছে’, ‘বিবাহিত তো’ ইত্যাদি নানা শব্দবন্ধ ব্যবহার করতে শোনা যায়। একজন নারীর প্রতি এমন মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন। এরপর দুই তৃণমূল নেতার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। অভিনেত্রীর সাফ দাবি, সেলিব্রেটিদের নিয়ে অনেকের অনেকরকম ফ্যান্টাসি থাকে। তবে দায়সারা উত্তর দিয়ে পাশ কাটিয়ে যাননি মৌসুমী। একটু জোরাল রিপ্লাই করতেই শোনা যায় অভিনেত্রীকে। বলেন “কুণাল ঘোষ পাগল, দেবাংশু কালীঘাটের কুলি।“ তবে অনেকেই মনে করছেন কুণাল রাজনীতিতে একজন পোড় খাওয়া লোক। তিনি দলের দায়িত্বশীল পদে রয়েছেন। তাই এইরকম রসিকতা করার আগে কুণাল ঘোষের (KUNAL GHOSH) একবার অন্তত ভাবা উচিৎ ছিল। তবে কুণাল ঘোষ নিজে এর মধ্যে অন্যায় কিছু দেখছেন না। কুণাল ঘোষ বলেন, “যখন এক মহিলা প্রকাশ্যে আমাকে, দেবাংশুকে মারার কথা বলেন, ডাক্তারদের দিয়ে চিকিৎসা না করানোর হুমকি দেন, তখন সেটা নাকি ‘বাক্যালাপ’! আর এর পাল্টা আমরা হাল্কা রসিকতা দিয়ে জবাব দিলে সেটা তখন পুরুষতান্ত্রিক!”