নয়াদিল্লি : প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবাল আজ গুলাম নবি আজাদকে পদ্মভূষণে ভূষিত করার বিষয়ে তার দলকে কটাক্ষ করেছেন, বলেছেন যে এটা বিদ্রুপের বিষয় যে কংগ্রেসের তার পরিষেবার প্রয়োজন নেই যখন জাতি জনজীবনে তার অবদানকে স্বীকৃতি দেয়।
আরও পড়ুন : Buddhadeb Bhattacharya Refuse Padma Bhushan : বুদ্ধদেব কেন ফেরালেন ‘পদ্মভূষণ’, কারণ আবিস্কার করল নেটিজেনরা
প্রবীণ কংগ্রেস নেতা এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ, যিনি (G-23) গোষ্ঠীর অংশ ছিলেন যা পার্টি নেতৃত্বের সমালোচনা করেছে এবং একটি সাংগঠনিক পরিবর্তনের চেষ্টা করেছে। তাকে সামাজিক অবদানের জন্য ।G-23-এর একটি অংশ কপিল সিবালও টুইট করেছেন, “গুলাম নবী আজাদ পদ্মভূষণে ভূষিত হয়েছেন। অভিনন্দন ভাইজান।”
আরও পড়ুন : Buddhadeb Bhattacharya Refuse Padma Bhushan : জ্যোতির পথে হাঁটলেন বুদ্ধ, ফেরালেন ‘পদ্মভূষণ’
“বিদ্রূপের বিষয় যে কংগ্রেসের তার পরিষেবার প্রয়োজন নেই যখন জাতি জনজীবনে তার অবদানকে স্বীকৃতি দেয়” তিনি বলেন। আরেক G-23 গোষ্ঠীর নেতা শশী থারুরও গুলাম নবী আজাদকে অভিনন্দন জানিয়েছেন। যাইহোক, কংগ্রেস নেতা জয়রাম রমেশ মঙ্গলবার গুলাম নবি আজাদকে এই পুরষ্কারে ভূষিত করা নিয়ে একটি বিতর্ক সূত্রপাত করেছিলেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যান করার পর রমেশ টুইটারে বলেন, “করতে হবে ঠিকই। সে আজাদ হতে চায় গুলাম নয়”।