খাসডেস্ক: জামিন খারিজ হয়ে গেল বাম যুবনেতা কলতান দাশগুপ্তের (KALATAN DASGUPTA)। আগামী ৭ দিন পুলিশ হেফাজত কলতানের। শুক্রবারই ফোনালাপের একটি অডিও প্রকাশ্যে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি দাবি করেন, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের জমায়েতের উপর হামলার ছক কষা হচ্ছে। এরপরই বিধাননগর পুলিশ স্বত:প্রণোদিতভাবে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। রাতেই গ্রেফতার করা হয় সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে। যদিও তাঁর রাজনৈতিক পরিচয় জানা যায়নি। এরপর আজ অর্থাৎ শনিবার বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে KALATAN DASGUPTA) গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন :সেপ্টেম্বরে রেকর্ড বৃষ্টি, দূষণের চাদর উড়িয়ে আপাতত বিশুদ্ধ বাতাস নিচ্ছে ভারতের এই শহর
গ্রেফতারির পর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন কলতান (KALATAN DASGUPTA)। অন্যদিকে পুলিশের দাবি অভিযুক্ত সঞ্জীব দাস ফোনালাপের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। রোমান্টিক কবি, ঠাণ্ডা মাথার কলতান এমন কাণ্ড যে ঘটাতে পারেন অনেকেই ভাবতে পারছেন না। যে ছেলেকে কেউ কোন দিন জোরে কথা বলতে শোনেননি, কেউ রেগে গেলে কলতান এগিয়ে যান থামাতে, তিনি যে বেশ সাবধানী তা বেশ স্পষ্ট, সেই কলতান ফাইট টু ফিনিশের কথা বলছেন, রীতিমত ভাবনাতীত। তবে অডিয়োর কন্ঠস্বরে অনেকেই কলতানের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। অন্যদিকে সুজন চক্রবর্তীর মত নেতারা মনে করছেন AI ব্যবহার করে মিথ্যা অভিযোগ সাজানো হচ্ছে।
আরও পড়ুন :তাঁদের মহাকাশে রেখে পৃথিবীতে ফিরে এসেছে স্টারলাইনার, কেমন আছেন সুনীতারা
কলতানের (KALATAN DASGUPTA)সংগঠন ডিওয়াইএফআই, সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি অবশ্য তাদের যৌথ বিবৃতিতে ‘এআই’ ব্যবহার বা ষড়যন্ত্রের কথা বলেনি। এও অস্বীকার করেননি অডিয়ো ক্লিপের কণ্ঠস্বর কলতানের । তাদের বক্তব্য, আন্দোলন ভাঙার জন্যই কলতানকে গ্রেফতার করা হয়েছে। সাউথ সিটি কলেজে পড়ার সময়ে এসএফআইয়ে যোগ দেন কলতান। তার পর যুক্ত হন যুব সংগঠনে। দলীয় সূত্রে খবর, কলতানের স্ত্রী সন্তানসম্ভবা। তিনিও ডিওয়াইএফআই এর সঙ্গে যুক্ত । আনুষ্ঠানিক ভাবে কলতানের গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবেই দেখাচ্ছে বামেরা। আপাতত দল কলতানের পাশেই রয়েছে।