সৌমেন শীল, কলকাতা: ভরসা নেই ভারতীয়দের উপরে। ভারতের বাঙালিদের উপরেও ভরসা নেই। সেই কারণে পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে বাংলাদেশিদের সাহায্য চাইলেন আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা শেখ আবিদ হাসান। খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে ভারতীয়দের উপরে তাঁর ভরসা নেই।
আরও পড়ুন- দিলীপ ঘোষের উপর হামলায় গ্রেফতার ১৬,রিপোর্ট তলব কমিশনের
ঘটনার সূত্রপাত, বিজেপির পক্ষ থেকে প্রকাশিত একটি গান নিয়ে। চলতি সপ্তাহের বুধবার বিজেপির পক্ষ থেকে একটি গান প্রকাশ করা হয় নির্বাচনী প্রচারের জন্য। বামেদের পক্ষ থেকে আগে একটি গান প্রকাশ করা হয়েছিল। যেখানে সিএএ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। যার পালটা বিজেপির গানে উঠে এসেছিল সিএএ-র গুরুত্ব। সেই সঙ্গে বাংলাদেশের মাটিতে ঘটে যাওয়া পূর্ণিমা শীলের ধর্ষণের ঘটনারও উল্লেখ করা হয়েছিল।
আরও পড়ুন- কোভিড পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে থাকছেন না মমতা
সেই গানের বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়ার জন্য বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন আইএসএফ নেতা সেখ আবিদ হাসান। আব্বাসের দলের এই নেতাকে সংযুক্ত মোর্চার হয়ে প্রচারে দেখা যাচ্ছে নিয়মিত। যাদবপুরে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর হয়েও প্রচারে দেখা গিয়েছে। সুজনবাবুর হয়ে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতেও দেখা গিয়েছে। প্রচার করেছেন সিপিএম প্রার্থী ফুয়াদ হালিমের হয়েও। সেই ব্যক্তিরই কিনা ভারতীয়দের উপরে ভরসা নেই। তাই বিজেপিকে রুখতে বাংলাদেশিদের কাছে সাহায্য চাইছেন।
বিজেপিকে রুখতে বাংলাদেশিদের কেন ডাকছেন? এই প্রশ্ন শুনেই আবিদের পালটা প্রশ্ন, “তা কাকে ডাকব?” তাহলে ভারতীয়দের উপরে ভরসা নেই? এক মুহূর্ত না ভেবে তাঁর আবিদ হাসানের উত্তর, “নাহ্।” খুব স্পষ্টভাবে সেখ আবিদ হাসান জানিয়েছেন যে পূর্ণিমা শীলের ইতিহাস ভারতের নয়। অন্য রাষ্ট্রের ঘটনা নিয়ে বিজেপি নির্বাচনী প্রচার চালালে সেটা তো রুখতেই হবে। যে দেশের ঘটনাকে বিজেপির হাতিয়ার করেছে তাঁদেরকেই বিজেপির বিরুদ্ধে সরব হতে আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন- বিজেপির মিছিলে জয় শ্রীরামের পরিবর্তে আলা হু আকবর ধ্বনি
কিন্তু সেই বিরোধিতা তো ভারতীয়রা বা ভারতের বাঙালিরাও করতে পারে। এই বিষয়ে আবিদ হাসান বলেছেন, “এখানের বাঙালিদের বাংলাদেশের ঘটনা নিয়ে বিশেষ ধারণা নেই। আর বিজেপির বিরোধিতা করার তাদের কোনও দরকারও নেই। আর বাংলাদেশের হয়ে আমরা তো কথা বলতে পারি না। সেই কারণে ওদের হাতেই বিষয়টা ছেড়ে দিতে চাইছি।”