
খাস খবর ডেস্ক, কলকাতা: সারদা মামলায় ইডির মুখোমুখি হলেন তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তী৷ বেশ কিছুক্ষণ ধরে চলল জেরা পর্ব এবং জেরা শেষে বেরানো সময় বাঁকুড়ার তালডাঙার তৃণমূলের বিধায়ক সমীর চক্রবর্তী ওরফে বুয়া চক্রবর্তী দাবি করলেন, ‘‘আমি সারদার কাছ থেকে ১ পয়সাও নিইনি, উলটে ওদেরকে আমি দিয়েছিলাম ১ কোটি ৬২ লাখ টাকা৷’’
ইডি সূত্রের খবর, শুক্রবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হওয়ার জন্য বাঁকুড়ার তালডাংড়ার তৃণমূলের বিধায়ক সমীর চক্রবর্তী ওরফে বুয়া চক্রবর্তীকে নোটিস পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর৷ নির্দেশ মেনে সঠিক সময়েই তিনি হাজির হন ইডি দফতরে৷ তদন্তকারীরা সারদা মামলা সংক্রান্তে তাঁর কাছে একাধিক তথ্য জানতে চান৷
সূত্রের খবর, তদন্তকারীদের সমীরবাবু জানান, সারদার অন্যতম নিউজ চ্যানেল ‘চ্যানেল টেনে’ তিনি ১ কোটি ৬২ লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন৷ নিজের দাবির সপক্ষে সঙ্গে করে আনা ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত যাবতীয় তথ্যের কোর্ট কপি, ব্যাংক অ্যাকাউন্টও এদিন তদন্তকারীদের জমা দেন সমীর৷ তদন্তকারীদের তিনি বলেন, ‘‘সারদায় দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্য আমি সিবিআই এবং শ্যামল সেন কমিশনের কাছেও আবেদন জানিয়েছিলাম, আপনাদেরও জানালাম৷৷’’
পরে বাইরে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ওঁনারা আমার কাছে তদন্তের কিছু কাগজ চেয়েছিলেন৷ আমি প্রয়োজনীয় যা যা তথ্য জমা দেওয়ার দিয়েছি৷ আমি সারদা থেকে এক পয়সাও নিইনি৷ ফলে আমার ভয় পাওয়ার কোনও কারণ নেই৷’’