খাসডেস্ক: সকালেই তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারীর দিকে রে রে করে তেড়ে গিয়েছিলেন কুণাল (DEV KUNAL)। ঘাটাল মহকুমা হাসপাতালের ডায়ালিসিস মেশিনের ‘প্রকৃত’ উদ্বোধক কে? দেবকে নিশানা করে দিয়েছিলেন জবাব। দাবি করেছিলেন গত ৪ ঠা সেপ্টেম্বর দেব যে ডায়ালিসিস মেশিনের উদ্বোধন করেন, সেই মেশিন আগেই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নাম সরিয়ে সাংসদের নাম বসানো হয়েছে। অভিনেতাকে কটাক্ষ করে কুণাল আরও লেখেন, সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ডটা করা যায়! শুধু রিলের নয়, রিয়েল হিরো দেব। এমনকি অপর একটি পোস্টে কুণাল এও বলেন, ‘যত যন্ত্র আসুক উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এইসব টুপি অন্য কাউকে দিও। আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। ‘
আরও পড়ুন: থানার ‘বড়বাবু’ ভর্তি হাসপাতালে, তাঁকে দেখতে যেতে এবার মিছিলের ডাক
কুণালের কটাক্ষের পরে মাঠে নামেন দেব। সমাজমাধ্যমে খোলা চিঠি দেন তৃণমূল মুখপাত্রকে উদ্দেশ্য করে। তিনি লেখেন, ‘‘আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়লিসিস এবং সিটি স্ক্যান যন্ত্রের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন।’’ গত সপ্তাহে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তিনি যন্ত্রগুলির উদ্বোধন করেন, যাতে সাধারণ মানুষ জানতে পারে। তাঁর দাবি, এর ফলে কোনও ‘মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র’ নন, সাধারণ মানুষ উপকৃত হবেন। এরপর কুণাল ঘোষকে আরও খোঁচা দিয়ে ঘাটাল সাংসদ দেবের বক্তব্য, ‘‘ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল।’
আরও পড়ুন: ‘রিয়েল হিরো দেব’, কেন বললেন কুণাল
কুণাল-দেবের (DEV KUNAL) অম্ল-মিষ্টি সম্পর্কের কথা সকলেরই জানা। আর প্রকাশ্যে সেই সম্পর্কের শুরুবাত বেশ কয়েক মাস আগে। অভিনেতা মিঠুন চক্রবর্তী একসময় তৃণমূলে ছিলেন। তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদও হয়েছিলেন। পরে দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি জনসভায় মিঠুন চক্রবর্তীকে ‘গদ্দার’ বলায় তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন অভিনেতা দেব । একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেতা দেব বলেছিলেন, “মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো ।” দেব সেখানে স্পষ্ট জানান, তাঁর এই ‘গদ্দার’ শব্দতে আপত্তি আছে। এরপরই প্রকাশ্যে নাম না করে দেবের বিরুদ্ধে মুখ খুলতে শোনা যায় কুণাল ঘোষকে।