নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: কয়েকটি আসন বাদে সবকটিতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপরাধ্যায়৷ সেই তালিকায় দেখা গিয়েছে সেলবোদের নাম৷ নতুন মুখকে স্বাগত জানাবে নাকি পুরনো নেতাই ভালো তা কথা বলবে নির্বাচনের ফল প্রকাশের দিন৷
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের মধ্যে এই শিল্পাঞ্চলে এবার পাঁচটি বিধানসভা আসনেই নতুন মুখ তৃণমূলের। তারকা প্রার্থী ব্যারাকপুর বিধানসভা আসনে। এই কেন্দ্র থেকে প্রার্থী হলেন টলিউড বাংলা সিনেমার ডিরেক্টর রাজ চক্রবর্তী।
শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর কেন্দ্রের তারকা প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন। ব্যারাকপুর কেন্দ্রে রাজ চক্রবর্তী প্রার্থী হওয়ায় উৎসাহ চোখে পড়েছে সাধারণ ভোটারদের মধ্যে। সকলেই চাইছেন শুধু চমকের রাজনীতি নয়। মাঠে নেমে আমজনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে রাজ চক্রবর্তীকে৷
আমজনতার পাশে থাকতে হবে তাঁকে। রাজ চক্রবর্তী সিনেমার জগতের মানুষ। ব্যারাকপুরের মতো মাটিতে তার লড়াইটা যে খুব একটা সহজ হবে না, তা বিলক্ষণ জানেন তিনি। রাজ চক্রবর্তী প্রার্থী হওয়া সাধারন মানুষ বেশ উৎসাহিত। এই কেন্দ্র থেকে বিজেপির পক্ষে প্রার্থী হওয়ার সম্ভাবনা মৃত বিজেপি নেতা মণীশ শুক্লার বাবা চন্দ্র মনি শুক্লার।
এছাড়াও জোটের প্রার্থীও লড়ছেন এই কেন্দ্রে। মণীশ শুক্লার খুনের ঘটনা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে ভোটের অন্যতম প্রধান ইস্যু। সে ক্ষেত্রে তৃণমূলের ভোটের ইস্যু উন্নয়ন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেলিব্রিটি রাজ চক্রবর্তী কতটা মানুষের সঙ্গে মিশে ভোটারদের মন জয় করতে পারবে? এখন সেটাই দেখার বিষয়।
ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র ছাড়া বাকি ছয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পুরনো মুখ হিসেবে নৈহাটি থেকে ভোটে লড়ছেন পার্থ ভৌমিক এবং নোয়াপাড়া কেন্দ্র থেকে ভোটে লড়াই করছেন মঞ্জু বসু। বাকি বীজপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন সুবোধ অধিকারী, ভাটপাড়া কেন্দ্র থেকে জিতেন্দ্র সাউ, জগদ্দল থেকে সোমনাথ শ্যাম এবং আমডাঙায় তৃণমূলের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছে মুস্তাক মোর্তজাকে।
আমডাঙা কেন্দ্র থেকে এবার তৃণমূল টিকিট দেয়নি দুবারের বিধায়ক রফিকার রহমানকে। এই প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “দল যাকে ভালো মনে করেছে প্রার্থী করেছে। তাছাড়া নতুনদের জায়গা ছেড়ে দিতে হবে। আমারও সময় হলে আমি সরে দাড়াব। নতুন পুরনো মিলে ব্যালেন্স প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দলের কর্মীরা এই প্রার্থী তালিকা দেখে সকলেই খুব খুশি।”