কলকাতা: কর্মসংস্থান বা বেকারত্ব ভুলিয়ে দিতেই নাগরিকত্ব নিয়ে ভয় দেখাচ্ছে কেন্দ্র। সেই কারণেই নাগরিকপঞ্জি, জনসংখ্যাপঞ্জি বা সংশোধনী নাগরিকত্ব আইন নিয়ে ভয় দেখানো হচ্ছে। বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করছে বিরোধী শিবির।
এই অবস্থায় অভিনব আন্দোলনে সামিল হতে দেখা ভারতের জাতীয় কংগ্রেসের যুব শাখা সংঠনের কর্মীদের। জাতীয় বেকারত্বপঞ্জি বা ন্যাশনাল রেজিস্টার অফ আনয়েমপ্লয়মেন্ট(এনআরইউ)-র দাবিতে আন্দোলন শুরু করল যুব কংগ্রেস।
সোমবার বিকেলের দিকে পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিক্ষভ দেখাতে শুরু করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যুব শাখা। এদিন বিধানসভার নর্থ গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে যুব কংগ্রেসের কর্মীরা। হাতে ন্যাশনাল রেজিস্টার অফ আনএমপ্লয়মেন্ট(এনআরইউ)-র প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
সংশোধিত নাগরকত্ব আইন, জনসংখ্যাপঞ্জি, নাগরিকপঞ্জি নিয়ে আন্দোলন চলছে দেশ জুড়ে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসকর্মীদের এই আন্দোলন কিছুটা হলেও ভিন্ন।