নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া: আর মাত্র দিন তিনেকের অপেক্ষা। তারপরের দিনেই বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও প্রশাসনিক কর্মসুচী নয়। দলীয় কাজেই কলকাতায় আসবেন মোদী। বঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের মাঠে সমাবেশে হাজির থাকবেন তিনি।
আরও পড়ুন- মোদীর সভার আগে রাজ্যপাল-সৌরভ সাক্ষাৎ ঘিরে জল্পনা
দলের প্রধান মুখ নরেন্দ্র মোদীর সেই সমাবেশ সফল করতে অভিনব উপায়ে প্রচারের আয়োজন করল হুগলী জেলা বিজেপির নেতাকর্মীরা। নিজেদের এলাকার বিস্তীর্ণ অংশ জুড়ে আয়োজন করা হল মশাল মিছিলের।
আরও পড়ুন- প্রার্থী ঘোষণার আগে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব
বুধবার বিকেলে শুরু হয়েছে এই মশাল মিছিল। হুগলী সাংগঠনিক জেলার ব্যান্ডেল যুব মোর্চার সভাপতি প্রভাত গুপ্তার নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়। তিনি জানিয়েছেন যে শনিবার পর্যন্ত রোজই ওই মশাল মিছিল ব্যান্ডেল এলাকায় অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে চলবে সাইকেল মিছিল, পথসভা এবং দেওয়াল লিখন।
এদিন ব্যান্ডেল কাজিডাঙা মোড় থেকে শুরু হয় বিজেপির মশাল মিছিল। সেখান থেকে শরৎচন্দ্রের মূর্তির সামনে গিয়ে মিছিল শেষ হয়। আয়োজকেরা জানিয়েছেন যে এই কর্মসূচীর মূল দাবী বেকার যুবকদের চাকরি সুনিশ্চিৎ করতে আগামী বিধানসভায় এই তৃণমূল সরকার কে উৎখাত করতে হবে তারই শপথ নিতে ব্রিগেডে সমাবেশে সামিল হওয়ার বার্তা দেওয়া।
এদিনের মিছিলে অংশ নিয়েছিলেন হুগলী সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ। তিনি বলেছেন, “সমগ্র রাজ্য জুড়ে বিজেপির সুনামি শুরু হয়েছে। সেই সুনামিতে তৃণমূল উড়ে যাবে। ভোটের ফল ঘোষণার পরে শুধু গেরুয়া আবির উড়বে।”