
পাটনা: গত বছর বিজেপির সঙ্গ ছেড়ে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-র সঙ্গে হাত মিলিয়ে বিহারে নতুন সরকার গঠন করেছেন নীতীশ কুমার । তারপর থেকেই বিজেপির নিশানায় রয়েছেন তো বটেই সেই সঙ্গে মিত্র দলের বিধায়কদের ক্ষোভের মুখেও পড়েছেন। যে দলের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছেন সেই দলের বিধায়করাই যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন তা অবশ্যই চাপের। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লালু পুত্র তেজস্বী যাদবের দল RJD-এর অসন্তুষ্ট বিধায়কের মন্তব্যে ঝড় উঠেছে। তিনি দাবি করেছেন নীতীশ কুমারের আমলে নাকি বিহার পিছিয়ে গিয়েছে। এই কথা যে মুখ্যমন্ত্রীর চাপ বাড়তে পারে তা আর বলার অপেক্ষা রাখে না।
RJD-এর অসন্তুষ্ট বিধায়ক সুধাকের সিং সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করে ক্ষোভ উগড়ে দিয়েছেন। আরজেডি বিধায়ক দাবি করেছেন ২০০৫ সালে নীতীশ কুমার দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যটি পিছিয়ে গিয়েছে। রামগড়ের বিধায়ক, যিনি রাজ্য আরজেডি সভাপতি জগদানাদ সিংয়ের ছেলেও তিনি বলেছেন, “২০০৫ সালে নীতীশ কুমার দায়িত্ব নেওয়ার পর থেকে বিহার পিছিয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি আইনসভার সদস্যরা তাঁকে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেবেন, ততই রাজ্যের জন্য মঙ্গল হবে।”
আরও পড়ুন: “আমাদের ভবিষ্যৎ জ্বালানি হাইড্রোজেন, শীঘ্রই তা উৎপাদন করবে কৃষকরা” মত কেন্দ্রীয় মন্ত্রীর
সুধাকের সিং যিনি এক দশক আগে বিজেপির সঙ্গে তাঁর তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন, তিনি নীতীশ কুমারের প্রধানমন্ত্রীর উচ্চাকাঙ্ক্ষাকেও উপহাস করেন। জোর দিয়ে বলেছিলেন, “প্রধানমন্ত্রী হিসাবে নীতিশ কুমারের পরিবর্তে দেশে রাষ্ট্রপতি শাসন জারি করা ভাল হবে”। একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার ভোট সবসময় (উপ-মুখ্যমন্ত্রী) তেজস্বী যাদবের জন্যই থাকবে, যদিও নীতীশ কুমারের স্থলাভিষিক্ত কে হবেন তা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি দলের সদস্যদের উপর ছেড়ে দিচ্ছি।” প্রধানমন্ত্রী হওয়ার জন্য নাকি বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন এই অভিযোগ ওঠার পর আরজেডি বিধায়কের মন্তব্যে নতুন চর্চা শুরু হয়েছে।