নিজস্ব সংবাদদাতা, হাওড়া: তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে গিয়েছেন, তাঁরা অনেক উপঢৌকন নিয়েছেন কিন্তু লেজ এখনও তৃণমূলেই রয়ে গিয়েছে। দলবদলুদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা হাওড়া সদরের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়।
আরও পড়ুন- চার যুবকের সঙ্গে সম্পর্ক, লটারি করে কিশোরীর বিয়ে দিল পঞ্চায়েত
বৃহস্পতিবার হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডোমজুড়ের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যপাধ্যায়কে আক্রমণ করেন অরুপবাবু। রাজীব সহ দলবদলুদের উদ্দেশ্যে নাম না করে এদিন অরূপ রায় বলেন, “যে মমতাদিকে মা বলেছে, মা’কে যদি সে খারাপ কথা বলে সবাই তাকে গদ্দার বলছে। দল থেকে সব কিছু সুবিধা নিয়ে, সব কিছু গুছিয়ে নিয়ে তারা চলে গিয়েছে। যখন দেখছে দল আর গোছাতে দেবে না তখন তারা দল ছেড়ে চলে যাচ্ছে। এদের মানুষ গদ্দার বলছে।”
আরও পড়ুন- বহিরাগত প্রার্থী মেনে নেওয়া হবে না, শীর্ষ নেতৃত্বকে বার্তা তৃণমূলকর্মীদের
উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে এদিন হাওড়ায় শক্তিবৃদ্ধি হলো তৃণমূলের। বিভিন্ন দল থেকে কয়েক হাজার কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। অরূপ রায়ের দাবি, স্বতঃস্ফূর্ত ভাবে এরা তৃণমূলে যোগ দিয়েছেন। ভোটের মুখে হাওড়ায় বিজেপি, সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
বৃহস্পতিবার বিকেলে শিবপুর কাজীপাড়া দীনবন্ধু কলেজ সংলগ্ন এলাকায় ৪০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সভায় এদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়। তৃণমূলের দাবি, এদিন বিজেপি, সিপিএম, আইএসএফ, মিম প্রমুখ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ প্রায় সাড়ে তিন হাজার কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।
আরও পড়ুন- ভোট না দিলে দেখে নেওয়ার হুমকি তৃণমূল বিধায়কের
অন্যদিকে, দলের প্রার্থী তালিকা এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু তার আগেই বিধানসভা এলাকার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, নেতা-কর্মীরা নিজেরা এক বৈঠকে মিলিত হয়ে দাবি তোলেন স্থানীয় কাউকে এবার বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হোক। বহিরাগত কাউকে দল প্রার্থী করলে তা মানা হবে না বলেও সরব হন তাঁরা।