
কলকাতা : হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল (anubrata mondal)। শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় এদিন হাসপাতালে ভর্তি করতে হয় তৃণমূল নেতাকে। গরু পাচার মামলায় আদালতের নির্দেশে তিনি আপাতত দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন।
আরও পড়ুন :Chopra Accident: নিয়ন্ত্রণ হারিয়ে সটান গিয়ে পড়ল খালে, নিজের ট্রাক্টরের নীচে চাপা পড়ে মৃত্যু চালকের
হাসপাতালে ভর্তির পর অক্সিজেন দেওয়া হয়েছে তৃণমূল নেতাকে। তবে সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গ্রেফতার হওয়া অনুব্রত দীর্ঘ দিন আসানসোল জেলে ছিলেন। পরবর্তীতে ইডির আবেদনের ভিত্তিতে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু দিন জেল হেফাজতে থাকার পর, এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে তিনি তিহাড়ে রয়েছেন।
আরও পড়ুন :HS Result 2023: “DA আন্দোলনের প্রভাব পড়েনি, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ”
আরও পড়ুন :Firhad Hakim on Recruitment Scam: উদয়নের পথেই ববি, ঘুরপথে মেনে নিলেন বাম আমলের ‘চিরকুট রহস্য’
গত শনিবার তিহাড় থেকে আসানসোল জেলে ফিরতে চেয়ে দিল্লির আদালতে আবেদনও করেছেন তাঁর (Anubrata Mondal) আইনজীবী। আদালত এখনও এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। সম্প্রতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হয়। তলব করা হয় তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও (anubrata daughter sukanya mondal)। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পরই গ্রেফতার হন তাঁর হিসাবরক্ষক মনীশ কোঠারি (manish kothari)। মনীশ গ্রেফতারির পর আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে এমনটাই মনে করছেন তদন্তকারী সংস্থা