খাস ডেস্ক: এবার বনগাঁর পর গোবরডাঙাতে। ফের বেসুরোদের নিয়ে পিকনিকের আয়োজন করেছেন বিজেপির বিদ্রোহী সাংসদ শান্তনু ঠাকুরের। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় চড়ুইভাতির আয়োজন করয়েছেন বিজেপি বিদ্রোহী সাংসদের ঘনিষ্ঠরা।
প্রসঙ্গত, এর আগে এর আগে গত সোমবার বনগাঁয় বেসুরোদের নিয়ে চড়ুইভাতিতে মেতেছিলেন সাংসদ শান্তনু ঠাকুর। সেই পিকনিকের এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের বেসুরোদের নিয়ে এদিনের চড়ুইভাতির আয়োজন।
আরও পড়ুন-নেতাজির প্রতি শ্রদ্ধা কীভাবে জানাতে হয় তা মোদীজি দেখিয়ে দিয়েছেন, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
বিজেপি সূত্রের খবর, এদিনের চড়ুইভাতিতে সাংসদ ছাড়াও কয়েকজন ঘনিষ্ঠরা ছিলেন। দলের কয়েকজন বিধায়ক ও জন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত থাকার কথা বিজেপি থেকে বাদ পড়া রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসু, বর্তমান কমিটির মুখপাত্র তথা প্রাক্তন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া-সহ অনেকেই।
জানা গিয়েছে, এই বনভোজনের আয়োজন করা হয়েছে গোবরডাঙার গৈপুরে বিজেপি-র গোবরডাঙা পুরমণ্ডলের সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়ের বাগানবাড়িতে। আর রবিবার সকাল থেকেই পিকনিকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবারও মধ্যাহ্নভোজের আয়োজনে থাকছে ভাত, ডাল, বেগুনি, চিকেন কষা, মাছ, চাটনি এবং পাঁপড়।