
কলকাতা: শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের লাগাতার বিক্ষোভ অবস্থানের জেরে অবশেষে সাসপেনশন অর্ডার প্রত্যাহার করে নিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ সম্প্রতি বিধানসভায় বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগে শুভেন্দু অধিকারী-সহ সাত বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল৷ তারই প্রতিবাদে চলছিল অবস্থান বিক্ষোভ৷ সূত্রের খবর, সাসপেনশন অর্ডার প্রত্যাহার করার জন্য স্পিকারের কাছে আবেদন জানান শাসকদল তৃণমূলের বিধায়কেরাও৷ এরপরই লক্ষ্মীবারের দুপুরে স্পিকার ওই অর্ডার প্রত্যাহার করে নেয়৷
বস্তুত, বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনে চরম হট্টগোল হয়েছিল। হট্টগোলের জেরে বিধানসভার অলিন্দে হাতাহাতিতেও জড়িয়ে পড়তে দেখা যায়, শাসক এবং বিরোধী বিধায়কদের৷ ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছিলেন৷ ওই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরই প্রতিবাদে বিধানসভার বাদল অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নেয় বিজেপি।
এমনকি স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতা হাই কোর্টে আবেদন জানায় বিজেপি বিধায়করা। শুনানি শেষে বিচারপতি জানান, বিষয়টি বিধানসভাতেই মিটিয়ে নিতে হবে৷ এরপরই সাসপেনশন প্রত্যাহারের জন্য বিজেপির তরফ থেকে আবেদন জানানো হয়৷ যদিও স্পিকার তা গ্রহণ না করেই পদ্ধতিগত ত্রুটি দেখিয়ে খারিজ করে দেন৷ এরপর থেকেই বিধানসভার বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়কেরা৷ এদিন বিধানসভায় বিজেপি বিধায়কদের সাসপেনশন উঠে যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দিলীপ ঘোষ৷ স্পিকারকে কটাক্ষ করে তিনি বলেনস, ‘‘কোর্টের গুঁতো না খেলে স্পিকার নড়েচড়ে বসেন না। যা হয়েছে ভাল হয়েছে।’’
আরও পড়ুন: বালুরঘাট হিলি রেল প্রকল্প নিয়ে বড়সড় প্রশ্ন সামনে আনলেন অশোক লাহিড়ি