হাওড়া: ২৫০-রও বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় আসবে তৃণমূল৷ বুধবার এমনই দাবি করলেন যুব তৃণমূলের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘‘বিজেপির লক্ষ্য যে করে হোক বাংলাকে বঞ্চিত, লাঞ্ছিত অত্যাচারিত করা৷ একুশের ভোটে এর জবাব দেবেন বাংলার মানুষ। ২৫০-রও বেশী আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল।’’
আরও পড়ুন: west bengal assembly election 2021 প্রচারে বেরিয়ে নিজের জয়ের ঢাক পেটাচ্ছেন প্রার্থী
হাওড়ায় শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ তিওয়ারির সমর্থনে বুধবার রোড-শো করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি থেকে বেলিলিয়াস রোডে ডিসি ট্রাফিক অফিস পর্যন্ত ওই রোড-শো হয়। সেখানেই একথা বলেন অভিষেক৷ এদিনের রোড-শোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷
আরও পড়ুন: west bengal assembly election 2021 রোড-শো’তে ঝড় তুললেন শাহ
স্বভাবতই উচ্ছ্বসিত অভিষেক বলেন, ‘‘বেলুড় মঠের সৌন্দর্যায়ণ সহ একাধিক উন্নয়নের কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা প্রত্যকটা ধর্মে বিশ্বাস করি। আমরা বৈচিত্রের মধ্যে একতার কথা বিশ্বাস করি। দিদি যা কথা দেন, কথা রাখেন।’’
আরও পড়ুন: west bengal assembly election 2021 কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মমতার বক্তব্যের কৈফিয়ৎ চাইল কমিশন
এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, ‘‘বাংলায় দাঁড়িয়ে আমরা যদি জয় বাংলা বলি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। কিন্তু সেখ হাসিনাকে পাশে দাঁড় করিয়ে উনি ( নরেন্দ্র মোদী ) জয় বাংলা বলেছেন। উনি নাকি দেশপ্রেমিক। আমি যদি আমার এলাকায় দাঁড়িয়ে, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার জন্মস্থানে দাঁড়িয়ে কর্মস্থানে দাঁড়িয়ে আমার মাতৃভাষায় জয় বাংলা বলি তাহলে আমি বাংলাদেশি। আর প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে বলছেন জয় বাংলা। উনি দেশপ্রেমিক? এটা দ্বিচারিতা নয়। এখানে এসে জয় বাংলা বলছেন না৷ কারণ তা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়জয়কার হবে। বাংলার জয়জয়কার হয়ে যাবে।’’