29 C
Kolkata
Thursday, October 10, 2024
Home কলকাতা কথার মধু ঝরছে, ভাবখানা এমন- মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম...

কথার মধু ঝরছে, ভাবখানা এমন- মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না

বঙ্গ রাজনীতিতে ঠিক কবে, কীভাবে, কার হাত ধরে কু-কথার সূচনা হয়েছে তা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে৷ তবে একবিংশ শতকের গোড়ায় কু-কথার জন্য বিনয়-সুভাষ-শ্যামল বনাম মমতা-সোনালী-মানসের জুটির কথা কারও অজানা নয়৷ এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর৷ রাজ্যের প্রবীণ রাজনৈতিক সচেতন মানুষজনের মতে, আগে শুধু ভোটের সময় কু-কথার চাষ হত, এখন বছর ভর হয়!

সুমন বটব্যাল, কলকাতা: সালটা ২০০৬৷ ভরা বাম জমানা৷ শুধু মাটি বা মানুষ নয়, বাংলার গাছ-পালাও তখন ‘লাল’ সমর্থক! একান্তে বুক ফুলিয়ে সেকথা বলতেনও বাম নেতারা৷ বিপরীতে দাপুটে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিপিএমের ভোট রিগিং রুখতে সেবারে বিধানসভা ভোটের মুখে মমতার দাবি মেনে বাংলায় এসেছিলেন কমিশনের দাপুটে পর্যবেক্ষকেরা৷ নেতৃত্বে বিহারখ্যাত পর্যবেক্ষক কে জে রাও৷ কেশপুর, গড়বেতা, আরামবাগ, নানুর- একের পর এক সন্ত্রস্ত এলাকা চষে বেড়াচ্ছেন৷ গ্রামের ভেতরে পর্যবেক্ষক ঢুকলে কী করতে হবে, তার নিদান হিসেবে মহিলাদের শরীরের ‘বিশেষ একটি অংশ’ দেখানোর পরামর্শ দিয়েছিলেন তৎকালীন দাপুটে বাম নেতা, প্রয়াত বিনয় কোঙার৷

- Advertisement -

বাংলায়, বিশেষত বঙ্গ রাজনীতিতে ঠিক কবে, কীভাবে, কার হাত ধরে কু-কথার সূচনা হয়েছে তা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে৷ তবে একবিংশ শতকের গোড়ায় কু-কথার জন্য বিনয়-সুভাষ-শ্যামল বনাম মমতা-সোনালী-মানসের জুটির কথা কারও অজানা নয়৷ এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর৷ রাজ্যের প্রবীণ রাজনৈতিক সচেতন মানুষজনের মতে, আগে শুধু ভোটের সময় কু-কথার চাষ হত, এখন বছর ভর হয়!

ওই মহলের মতে, তুল্যমূল্যের বিচারে কেউ কাউকে ছেড়ে যান না৷ বরং শুভেন্দু বনাম মদন, দিলীপ বনাম কুণাল থেকে শুরু করে সম্প্রতি রাষ্ট্রপতি সম্পর্কে কু-কথা বলে বিশ্বখ্যাত হয়েছেন দিঘা লাগোয়া জনপদের নেতাটিও৷ দেবাংশুর প্রতিদ্বন্দী হিসেবে দলের অন্দরেই উঠে আসছে উদয়ন পুত্রের নাম! এমনকি জঙ্গলমহলের সৌমিত্র-সুজাতার ‘প্রেম কাহিনী’ কিংবা রত্না-বৈশাখী-শোভনের ‘ত্রিকোণ প্রেম কাহিনী’র কথাও কারও অজানা নয়৷ ওই মহলের মতে, কু-কথার চোরাস্রোতে গা ভাসিয়ে অতীতের সমস্ত রাজ্যপালের রেকর্ডও ভেঙে দিয়েছেন সদ্য ‘প্রাক্তন’ হওয়া বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়!

- Advertisement -

নেটিজেনরা বলছেন, চারিদিকে শুধু কথার মধু ঝরছে! ভাবখানা এমন, মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না! একজন বাবা তুলে গালি দিলে অন্যজন তার ১৪ পুরুষ টানবেন! এটাই স্বাভাবিক। বরং, না টানলে তাঁর দর কমে যাবে চলতি রাজনৈতিক ‘বাজারে’! শুরু হয়ে গিয়েছে বর্ষ বিদায়ের কাউন্টডাউন৷ একই সঙ্গে বর্ষ সূচনারও৷ তবে নতুন বছরে বাংলা, বিশেষত বাংলার রাজনীতি কি আদৌ কু-কথা মুক্ত থাকতে পারবে? প্রশ্ন শুনে ভ্রু কপালে তুলছেন রাজনীতিকরা৷ কু-কথা বন্ধের ‘দ্বায়িত্ব’ নিতে নারাজ সকলেই৷ পরস্পরের দিকে আঙুল তুলে মনে করিয়ে দিচ্ছেন, ইটের বদলা পাটকেলই হয়!

আরও পড়ুন: কেন ভাঙছে যৌথ পরিবার, কি বললেন নচিকেতা

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

নতুন কোচের হাত ধরে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির

স্পোর্টস ডেস্ক: পরপর ৩ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ বাহিনী। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কুয়াদ্রাত। নতুন...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

খবর এই মুহূর্তে

বিদায় রতন টাটা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

খাসডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটা (ratan tata) । প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিত শাহর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে...

শেষবারের মতো প্রভুকে দেখতে গোয়া এল, কেন রতন টাটার সারমেয়র ব্যতিক্রমী নাম

খাসডেস্ক: রতন টাটার (ratan tata)প্রিয় সারমেয়, গোয়া । প্রভুকে শেষবারের মতো এল শ্রদ্ধা জানাতে। সারমেয়দের প্রতি প্রয়াত শিল্পপতির ভালোবাসা কারোর অজানা নয়। বিশেষ করে...

ফিরেছেন রাজ্যপাল, সিনিয়রদের অনুরোধেও কাজ হয়নি, অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

খাসডেস্ক: উদ্বেগ বাড়ছে জুনিয়র ডাক্তার (junior doctor) অনিকেত মাহাতোকে নিয়ে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। বাকি অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হলেও অনিকেতের ক্ষেত্রে...

পার্শি রিচুয়াল মেনে শেষকৃত্য রতন টাটার, বিজনেস টাইকুনের দেহ ঝুলবে টাওয়ার অব সাইলেন্সে

খাসডেস্ক: পার্শি রিচুয়াল মেনেই সম্পন্ন হবে রতন টাটার (ratan tata) শেষকৃত্য। বুধবার রাতে ভারতের শিল্পজগতের টাইকুন রতন টাটা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ...