খাস ডেস্ক: একদিকে গরম, অন্যদিকে বৃষ্টি। আর এই আবহেই সাধারণ মানুষ ব্যস্ত এক নির্জন প্রান্তরের খোঁজে। দু-তিন দিনের জন্য যেতেই পারেন এই গন্তব্যে। দিঘা, পুরী, মন্দারমণি বাদে কোথায় যাওয়া যেতে পারে। তাহলে তা জেনে নিন এবার।
ডুবলাগিরি
এটি বাংলার পড়শি রাজ্যে থাকা এক সমুদ্র সৈকত। যা পর্যটকদের কাছে ‘বাগদা বিচ’ (Bagda Beach) নামে পরিচিত। নির্জনে ঘোরার অন্যতম এক জায়গা এটি। পাখির কলরব, নির্জন ঝাউবন, সূর্যোদয় এবং সূর্যাস্ত সব কিছুই মিলবে এই বিচে। এরসঙ্গে এখানে পাওয়া যাবে টাটকা মাছও। এখানে যেতে গেলে হাওড়া থেকে ট্রেনে যেতে হবে বালেশ্বর। সেখান থেকে গাড়ি করে যেতে হবে ডুবলাগিরি।
লালগঞ্জ সৈকত
বকখালি, মৌসুনি আইল্যান্ডের মতো নামখানা থেকে কিছুটা দূরে অবস্থিত এক অচেনা সৈকতের খোঁজ পাওয়া গেছে। যে সৈকতের নাম লালগঞ্জ সৈকত (Lalgunj Beach)। কলকাতা থেকে এই সৈকতের দূরত্ব ১২০ কিলোমিটার। হঠাৎ প্ল্যান করে ঘুরতে যেতে চাইলে এই সমুদ্র সৈকত এক অন্যতম ঠিকানা। লালগঞ্জ সৈকতে যেতে গেলে শিয়ালদহ থেকে নামখানা যাওয়ার ট্রেনে উঠে নামতে হবে নামখানা স্টেশনে। এই স্টেশনের বাইরেই থাকে ভর্তি গাড়ি, অটো এবং টোটো। সেখান থেকে গাড়িতে করে পৌঁছে যান এই সৈকতে।
যমুনাসল সমুদ্র সৈকত
ওড়িশাতেই রয়েছে আরও একটি মনোরম সমুদ্র সৈকত, যার নাম যমুনাসল (Jamunasul Beach)। এই সৈকতে দেখা যাবে সমুদ্রের উথাল পাতাল ঢেউ। টাটকা মাছ খেতে চাইলে এখানে নদীতে মাছ ধরার ব্যবস্থাও করে দেওয়া হয়। তবে এই বিষয়ে সঙ্গে রাখতে হবে কোনও অভিজ্ঞ ব্যক্তিকে। সে বিষয়ে আগে থেকে কথা বলে ব্যবস্থা করে রাখতে হবে। রাতের জন্য রয়েছে ক্যাম্পিং-এর ব্যবস্থাও। এখানে যেতে গেলে হাওড়া বা সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনে চেপে পৌঁছতে হবে বাস্তা স্টেশন। সেখান থেকে যমুনাসলের দূরত্ব মাত্র ৩১ কিলোমিটার। অটো বা গাড়ি ভাড়া পেয়ে যাবেন বাস্তা স্টেশনের বাইরেই।
লাল কাঁকড়া সমুদ্র সৈকত
দিঘা, তাজপুর, মন্দারমণির মাঝে এবারে ঘুরে আসতে পারেন লাল কাঁকড়ার বিচ (Lal Kankra Beach)। মন্দারমণি থেকে বেশ কিছুটা দূরে দক্ষিণ পুরুষোত্তমপুর গ্রামের কাছেই অবস্থিত এই সৈকতটি। এখনও সৈকতপ্রেমী মানুষরা সেভাবে খোঁজ পায়নি এই সৈকতের। তবে অনেকেই এই লাল কাঁকড়ার বিচকে বেছে নিচ্ছেন অবসর সময়ের সঙ্গী হিসেবে। নামের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এখানে অবশ্যই দেখা মিলবে লাল কাঁকড়ার। তাছাড়াও এই সৈকতের এক মূল আকর্ষণ সূর্যাস্ত। এই গন্তব্যে পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে দিঘা যাওয়ার ট্রেনে উঠে নামতে হবে চাউলখোলা। সেখান থেকে টোটো বা গাড়ি করে কিছুটা যেতেই পৌঁছে যাবেন দক্ষিণ পুরুষোত্তমপুরের লাল কাঁকড়ার সমুদ্র সৈকতে।
বগুরান জলপাই
বগুরান জলপাই (Baguran Jalpai) এক অজানা দ্বীপ। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই গন্তব্যটি। ঝাউবনে ঘেরা চারিধার আর তারই মাঝে ছোট্ট একটুকরো দ্বীপ। এই ঝাউবন ছেড়ে সামনে এগোলেই দেখা যাবে সমুদ্র। তবে এখানের সমুদ্র উত্তাল না হলেও অমবস্যা বা পূর্ণিমায় থাকে এখানে এক অন্যরকম সৌন্দর্য। এখানে যেতে বাসে অথবা গাড়িতে দুভাবেই যেতে পারেন। বাসে যেতে গেলে কাঁথি-দীঘা বাইপাস মোড়ে নেমে সেখান থেকে টোটো বা অটোয় পৌঁছে যাবেন গন্তব্যে। আবার সরাসরি কলকাতা থেকে গাড়ি করেও যেতে পারেন।