বিশ্বদীপ ব্যানার্জি: এক অদ্ভুত বৈষম্য! ঈদ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সবথেকে পবিত্র উৎসব। অথচ সেই খুশির ঈদ সব দেশে একই দিনে পালিত হচ্ছে না। নাঃ শুধু এ বছর নয়। কোনও বছরই তা হয়না। প্রতিবছরই পৃথিবীর সমস্ত দেশে একই দিনে ঈদ উদযাপিত হয় না। একদিন আগে-পরের হেরফের থাকবেই।
আরও পড়ুন: এসে গিয়েছে স্মার্ট পেসমেকার, দ্রবীভূত হয়ে যায় শরীরের জলে
এর কারণ জানেন? কারণ আর কিছুই নয়। ইসলাম ধর্মের ভিত্তিই হল, চাঁদ। সে কারণেই সৌর পঞ্জিকা নয়। বরং চন্দ্র পঞ্জিকা অনুসরণ করা হয় এই ধর্মের হিজরি সনের ক্ষেত্রে। ফলতঃ যদি কোনও দেশে রমজান মাসের শেষে হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে সেখানে ঈদ পালন করায় আর কোনও বাধাই থাকে না। কিন্তু প্রাকৃতিক কারণেই ঈদের চাঁদ সব দেশ থেকে একইদিনে দেখা যায় না। তাই উৎসবটিও একইদিনে পালিত হয়না বিশ্বের সব দেশে। একদিনের আগে-পিছে হয়েই যায়।
শনিবার ভারতবর্ষে ঈদ-উল-ফিতর ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও তাই। পৃথিবীর সব দেশেই শনিবার ঈদ উদযাপিত হবে না। মিশর, জর্ডন, আফগানিস্তান, সৌদি আরব ইত্যাদি দেশে শুক্রবার-ই পালিত হল ঈদ। কারণ বৃহস্পতিবার-ই এইসব দেশ থেকে ঈদের চাঁদ দেখা গিয়েছে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
ভারত এবং বাংলাদেশ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এই দুই দেশের ইসলাম ধর্মাবলম্বীদের শুক্রবারও রমজান মাসের রোজা পালন করতে হল। তবে শনিবার যখন আবার এই দুই দেশে ঈদ উদযাপিত হবে, তখন যে শুক্রবার ঈদ পালন করা দেশগুলিতে উৎসবের আমেজ থাকবে না, তা কিন্তু নয়। ধর্মীয় রীতি অনুযায়ী, এসব দেশে তখন ঈদ নয়। কিন্তু উৎসব পালনে তো বাধা নেই।