খাস ডেস্ক: বর্ষা আসলেই শুরু নানান সমস্যা। চুলের সমস্যার সঙ্গে দেখা দেয় ত্বকেরও নানা রকম সমস্যা। বৃষ্টি এবং ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ত্বকে চুলকানি, লালচে ভাব, কখনও আবার ছোট ছোট র্যাশও দেখা যায়। তাই এই সময় অনেকেই ডার্মাটোলজিস্টদের পরামর্শ মতো চলেন। ডার্মাটোলজিস্টরা বর্ষায় ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলেন। জেনে নিন কী সেগুলি।
প্রথমত, বর্ষায় রোদের দেখা নেই। তাই অনেকেই এই সময় সানস্ক্রিন ব্যবহার করেন না। আর এতেই বাড়ে ত্বকের সমস্যা। বর্ষায় রোদের তাপ না থাকলেও মেঘ এবং সামান্য রোদই ত্বকের ক্ষতি করতে পারে।
দ্বিতীয়ত, এই সময় ময়শ্চরাইজার ব্যবহার করা অবশ্যই দরকার। বর্ষায় পরিবেশ আর্দ্র থাকে। তাই ত্বককে হাইড্রেট রাখতে এই সময় ময়শ্চরাইজার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়।
তৃতীয়ত, এই সময় প্রখর রোদ না থাকলেও ঘাম ঝরে প্রায় সমস্ত মানুষেরই। আর এই ঘাম জমেই ত্বকে হতে পারে বিভিন্ন রকম ফাঙ্গাস ইনফেকশন। তাই এই সময় ঘাম জমতে না দিয়ে তা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে।
চতুর্থত, বর্ষায় কোনো বেশি কেমিক্যাল মিশ্রিত ফেশওয়াশ ব্যবহার করা উচিত নয়। তাই এই সময় কোনো মৃদু ফেশওয়াশ ব্যবহার করাই ত্বকের পক্ষে বেশি উপকারি হবে।
পঞ্চমত, বর্ষায় ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত প্রয়োজন। শুকনো এবং পরিষ্কার জামা কাপড় পরা উচিত। এতে ত্বকে কোনো ধরনের র্যাশ দেখা দেবে না।
এই পদ্ধতিতে ত্বকের যত্ন নিলে বর্ষায়ও ত্বকের বিভিন্ন সমস্যা থেকে সহজেই রেহাই পাওয়া সম্ভব হবে। তাই এই বর্ষায় ভালো থাকতে মেনে চলুন এই পদ্ধতিগুলি।