খাস খবর ডেস্ক: প্রেম-ভালোবাসা মাঝে মাঝে অন্ধ করে দেয় মানুষকে। তাইতো প্রেম মানে না কোনও বয়স, মানে না কোনও নিয়ম। সমাজকে চোখ রাঙিয়ে ভালোবাসা জয় করে নেয় সবকিছু। তা আরও একবার প্রমাণ করে দিলেন ২২ বছর বয়সী ব্রিটিশ তরুণী ব্রেথ সাটন। এক ডাকাতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি।
আরও পড়ুনঃ বিজেপি নেতার মুখে মমতার প্রশংসা, সাফল্য বোঝাতে টানলেন মেসির প্রসঙ্গ
এক সচ্ছল পরিবারের মেয়ে কীভাবে অপরাধীর ফাঁদে পড়েছে। প্রেমের এই গল্প খুবই অদ্ভুত এবং এই মুহূর্তে এই গোটা ঘটনাই অনেক খবরের শিরোনামে পরিণত হয়েছে। জানা গিয়েছে, ২২ বছর বয়সী ব্রিটিশ তরুণী ব্রেথ সাটন ৩২ বছর বয়সী হার্লে ওয়েব( পেশায় ডাকাত)-এর প্রেমে পড়েছেন। দুজন দুজনে এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন প্রেমিক হার্লে জেল থেকে বেরোনোর পরেই তাঁদের বাগদান পর্ব হয়েছে। বর্তমানে তাঁরা একসঙ্গে জীবন শুরু করে বিয়ে করার পরিকল্পনা করছেন। এছাড়াও ওই দম্পতি একটি কুকুরও কিনেছেন এবং একসঙ্গে সংসার করার জন্য একটি বাড়িও দেখেছেন।
আরও পড়ুনঃ মৌনির বিয়েতে কোচবিহার থেকে কি বিশেষ তত্ত্ব যাচ্ছে গোয়াতে , জেনেনিন
এক বন্ধু মারফৎ ব্রেথ সাটন পেশায় ডাকাত ওই ব্যক্তি হার্লে ওয়েবের সঙ্গে দেখা হয়। ব্রেথ হার্লের সঙ্গে নিয়মিত কথা বলতেন। ধীরে ধীরে তাঁরা একে অপরের সঙ্গে পরিচিত হন। দীর্ঘ চার মাস ধরেই দুজনে জেলের মধ্যে থেকে কথা বলতেন এবং দেখা করতেন। এমনকী উভয়ের মধ্যে চিঠি এবং উপহারও আদান-প্রদান হয়। এরপর করোনার নিষেধাজ্ঞা উঠে যাওয়াতে কারাগারের ভেতরের দুজনের সাক্ষাতের ব্যবস্থা করা হয়। এই গল্পটি আমাদের কাছে অদ্ভুত লাগলেও মেয়েটি তার প্রেমিকের জেল বেরিয়ে আসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন।
সাটন জানিয়েছেন, ১০ জানুয়ারি হার্লের জেল থেকে বের হওয়ার পর এক সঙ্গে দেখা করেছিলেন তিনি। ফোন কল এবং জেলে কয়েক মিনিটের দেখা হওয়ার পর তাঁদের এই দিনের আলোয় মুখোমুখি দেখা করার এক ভিন্ন অভিজ্ঞতা ছিল। এর পরের দিনই হার্লে তাঁকে সারপ্রাইজের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি রাজি হয়ে যান। একজন অপরাধী হওয়া সত্ত্বেও, হার্লের প্রতি সাটনের কোন অভিযোগ নেই এবং তিনি হার্লের সঙ্গেই থাকতে চান।