বিশ্বদীপ ব্যানার্জি: বিশ্বকর্মা পুজো আজ। তারিখটা ১৭ সেপ্টেম্বর, ২০২৪। একটা বিষয় কি খেয়াল করেছেন কখনও? আমরা সেই ছেলেবেলা থেকেই দেখে আসছি, বিশ্বকর্মা পুজো মানেই হয় ১৭ সেপ্টেম্বর কিংবা বড়োজোর ১৮ সেপ্টেম্বর। এর ব্যতিক্রম আজ পর্যন্ত ঘটতে দেখা যায়নি।
আরও পড়ুন: বজরংবলী হনুমানের সারা গায়ে লেপ্টে থাকে মেটে সিঁদুর, নেপথ্যে যে রহস্য
এমনটা কী করে সম্ভব? কোনও পার্বণই প্রতি বছর একটা নির্দিষ্ট তারিখে হয় না। সমস্ত পুজোর বিধিই তিথি নক্ষত্রের অবস্থান অনুযায়ী। ফলে দিনক্ষণে হেরফের ঘটেই থাকে। যেটা অতি স্বাভাবিক বিষয়। কিন্তু বিশ্বকর্মা পুজোই কেবল চিরাচরিত প্রথায় একটি নির্দিষ্ট দিনে হয়ে আসছে। এর কারণ কী?
এর কারণ আর কিছুই নয়। হিন্দুধর্মের বাকি সব পুজোর দিনক্ষণ নির্ধারণ করা হয় চন্দ্রের অবস্থান অনুযায়ী। কিন্তু বিশ্বকর্মার আরাধনা হয় সূর্যের গতির ভিত্তিতে। ভাদ্র মাসের সংক্রান্তিতে সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে থাকে। শুরু হয় উত্তরায়ণ। এই ঘটনাকে ‘কন্যা সংক্রান্তি’-ও বলা হয়ে থাকে। আর পুরাণ মতে, এদিনেই জন্ম নিয়েছিলেন কারিগরি শিল্পের দেবতা বিশ্বকর্মা।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
আর ভাদ্র-সংক্রান্তি আসতে আসতে বছরে মোট ১৫৬ দিন অতিক্রান্ত হয়। সেই অনুযায়ী ইংরেজি মতে হিসেব করলে দিনটা ১৭ সেপ্টেম্বরে গিয়েই দাঁড়ায়। কোনও কারণে বিগত পাঁচ মাসের কোনও একটির দিনসংখ্যা ২৯ বা ৩২ হলে দিনটা এগোতে পিছোতে পারে। তবে তা নেহাতই বিরল ঘটনা। তাই প্রতি বছর বিশ্বকর্মা পুজো ১৭ সেপ্টেম্বরেই পড়ে।