29 C
Kolkata
Monday, October 7, 2024
Home অফবিট বঙ্গভঙ্গের বহু আগে থেকেই ভারতে প্রচলিত রাখীবন্ধন, একাধিক উল্লেখ পুরাণেও

বঙ্গভঙ্গের বহু আগে থেকেই ভারতে প্রচলিত রাখীবন্ধন, একাধিক উল্লেখ পুরাণেও

বিশ্বদীপ ব্যানার্জি: ১৯০৫ সালে বড়লাট লর্ড কার্জন কর্তৃক ‘বঙ্গভঙ্গে’র প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা বাংলা। নেতৃত্বে কবিগুরু। তাঁরই পরিকল্পনায় হিন্দু-মুসলমান পরস্পরের হাতে রাখী বেঁধে (Raksha Bandhan) সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় গোটা দেশে। কিন্তু সেটাই শুরু নয়। বরং এর বহুকাল আগে থেকেই এদেশে রাখীবন্ধন উৎসবের প্রচলন।

- Advertisement -

আরও পড়ুনমনসা : পুরাণের পাতা থেকে লোককথার দেবী

ইতিহাস বলে, ৩২৬ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সম্রাট আলেকজান্ডারের স্ত্রী রোক্সানা রাজা পুরুকে একটি সুতো পাঠিয়ে তাঁর স্বামীর কোনও ক্ষতি না করার অনুরোধ জানিয়েছিলেন। এরপর ১৫৩৫ খ্রিস্টাব্দে চিতোরের রানি কর্ণবতী-ও একই উদ্দেশ্যে মোগল সম্রাট হুমায়ুনকে একটি রাখী প্রেরণ করেছিলেন বলে জানা যায়।

- Advertisement -

 

শুধু ইতিহাস কেন, এমনকি হিন্দু পুরাণেও রয়েছে রাখীবন্ধন বিষয়টির একাধিক উল্লেখ। মহাভারতে রয়েছে, কোনও একটি যুদ্ধে শ্রীকৃষ্ণের হাত আঘাতপ্রাপ্ত হলে পাণ্ডব-ঘরণী দ্রৌপদী ক্ষতস্থানটিতে নিজের শাড়ির কিছু অংশ ছিঁড়ে বেঁধে দেন। এই ঘটনায় অভিভূত হয়ে কৃষ্ণ দ্রৌপদীকে নিজের ভগিনী বলে ঘোষণা করেন। সেইসঙ্গে কোনও না কোনও দিন এর প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। যা তিনি রাখেন দুঃশাসন কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তাঁর সম্মানরক্ষা করে।

আরেকটি কাহিনীটিও বেশ চমকপ্রদ। দৈত্যরাজ বলি আরাধ্য দেবতা বিষ্ণুকে নিজ রাজ্য পাতালে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন। লক্ষ্মীদেবী যার ফলে অতিশয় দুঃখিত হন। তিনি এক হতদরিদ্র রমণীর ছদ্মবেশে বলির কাছে গিয়ে বললেন— স্বামী নিরুদ্দেশ, তাই আশ্রয় দেওয়া হোক তাঁকে। দয়ালু বলি রাজি হলে শ্রাবণী পূর্ণিমার দিন ছদ্মবেশী লক্ষ্মী তাঁর হাতে একটি রাখী বেঁধে দেন। দৈত্যরাজ এর কারণ জানতে চাইলে দেবী নিজের স্বরূপ ধারণ করে সবটা খুলে বলেন। তখন বলিরাজ কৃতজ্ঞতাস্বরূপ বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার অনুরোধ জানান। ধারণা করা হয়, সেই থেকেই উৎসবটি ভাই-বোনের বন্ধন উৎসব হিসেবে খ্যাত।

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

রাখী হল ভাই-বোনের বন্ধনের উৎসব, যুগে যুগে যা ঐক্যের বার্তা ছড়িয়ে এসেছে। দুটি পৌরাণিক লোককাহিনীও প্রচলিত। এক, যমের হাতে বোন যমী এইদিন রাখী বেঁধে দিয়েছিলেন। দুই, গণেশকে ভগিনী লক্ষ্মীদেবী রাখী পড়ালে গণেশের দুই পুত্র শুভ এবং লাভের হিংসা হয়, কারণ তাঁদের কোনও বোন ছিল না। তখন পুত্রদের সন্তোষের জন্য লম্বোদর দুই স্ত্রী সিদ্ধি এবং ঋদ্ধির অন্তরের দিব্য আগুন থেকে সন্তোষী নাম্নী এক কন্যার জন্ম দেন।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

AFC Champions League 2 -এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান

স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে যাচ্ছেনা মোহনবাগান সুপার জায়ান্টস। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ্যাৎ ২ অক্টোবর ইরানের তাবরিজ শহরে এএফসি চ্যাম্পিয়ন্স...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...