কলকাতা: অবশেষে প্রায় দু’বছর পর কেন্দ্রের দেখানো পথেই হাঁটল কেন্দ্র৷ কেন্দ্রের রুজু করা ট্রাফিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে এবার বাংলাতেও ট্রাফিক আইনে কড়া পদক্ষেপ রাজ্যের৷
যার ফলে এবার ট্রাফিক বিধি লঙ্ঘন করলে এক ধাক্কায় পাঁচ গুণ অতিরিক্ত গুনাগার মেটাতে হবে অভিযুক্তকে৷ কিছু কিছু ক্ষেত্রে জরিমানার অঙ্ক দশগুণও করা হয়েছে৷ কলকাতা ট্রাফিক পুলিশের কর্তাদের দাবি, ভালভাবে বলেও বহুক্ষেত্রে বেপরোয়া যান চলাচল রোখা যাচ্ছে না৷ তাই ট্রাফিক আইন কড়াকড়ি করার সিদ্ধান্ত নেওয়া হল৷
কলকাতা ট্রাফিক পুলিশ সূ্ত্রের খবর, বৈধ লাইসেন্স বা বিনা লাইসেন্সে গাড়ি চালালে আগে যেখানে ৫০০ টাকা জরিমানা দিতে হত, এখন সেখানে দিতে হবে পাঁচ হাজার টাকা! একইভাবে অল্প বয়সিদের গাড়ি চালানোর ক্ষেত্রে জরিমানার অঙ্ক ৫০০ থেকে বাড়িয়ে ১০ হাজার করা হয়েছে৷ বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে জরিমানার অঙ্ক ১ হাজার থেকে বেড়ে হয়েছে পাঁচ হাজার টাকা৷
এমনকি গাড়ি চালানোর সময় সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, সিএফ, পারমিট এসব না থাকলে জরিমানা করা হত ১০০ টাকা৷ এবার সেটা বেড়ে হয়েছে ৫০০ টাকা৷ বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে যাত্রী প্রত্যাখ্যানের জরিমানা ছিল ৫০ টাকা৷ বর্তমানে তা বেড়ে হয়েছে ৫০০ টাকা৷ বর্তমানে লাগু হওয়া নিয়মে গাড়িতে সেফটি বেল্ট না-বাঁধলে এবং দু’চাকার ক্ষেত্রে বিনা হেলেমেটে গাড়ি চালালে ১ হাজার টাকা জরিমানা এবং ৩ মাসের জন্য লাইসেন্স বাতিল করা হবে৷
আরও পড়ুন: বিজেপির জেলা সংগঠনেও বিস্তর রদবদল, পদ পেলেন শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু