খাস খবর ডেস্ক: আরও একটি বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছে দেশ। দেবীপক্ষ শুরুর আগের যে ১৫ দিন তাকে বলা হয়, পিতৃপক্ষ। এবারে সেই পিতৃপক্ষে ঘটতে চলেছে চন্দ্র ও সূর্য, দুই গ্রহণই। পিতৃপক্ষের প্রথম দিনে হবে চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। এরপর শেষদিনে অর্থাৎ মহালয়ায় হবে সূর্যগ্রহণ (Solar Eclipse)।
আরও পড়ুন: শুধু কার্তিক-গণেশ নন, মঙ্গল গ্রহসহ মোট ৫ ছেলে শিব ঠাকুরের, চেনেন তাঁদের?
চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। আবার পৃথিবী প্রদক্ষিণ করে সূর্যের চারপাশে। এর ফলে চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে একই সরলরেখা চলে আসে তখন চাঁদের ছায়া সূর্যকে আংশিক বা পুরোপুরি ঢেকে দেয়। একেই বলে, সূর্যগ্রহণ (Solar Eclipse)। অন্যদিকে, প্রদক্ষিণকালে সূর্য ও চাঁদের ঠিক মাঝখানে এসে পড়া পৃথিবীর ছায়ায় চাঁদ আংশিক বা সম্পূর্ণ ঢেকে গেলে চন্দ্রগ্রহণ হয়। এবারের পিতৃপক্ষে দুটি গ্রহণই হতে চলেছে।
মহালয়া পিতৃপক্ষের শেষদিন। এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্য তর্পণ করার রীতি রয়েছে। এবারে দুই গ্রহণের কারণে সংশয় দেখা দিয়েছে তর্পণের বিষয়টিতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, তর্পণের মোক্ষকাল কেটে গেলে তর্পণ বা পিণ্ডদান করা যেতেই পারে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে। সকাল ৬ টা ১২ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। আর তা পুরোপুরি ছেড়ে যাবে সকাল ১০ টা ১৭ নাগাদ। মহালয়া আগামী ২ অক্টোবর। সেদিন সূর্যে গ্রহণ লাগবে রাত ৯ টা ১৩ মিনিটে। গ্রহণ ছাড়বে রাত ৩ টে ১৭ মিনিট নাগাদ।