কালিম্পং: ব্রিটিশ (British) আমলে তৈরি হওয়া মর্গ্যান হাউস। বর্তমানে তা সংস্কারের অভাবে পরিণত হয়েছে এক ভূতুড়ে বাড়িতে। তবে পর্যটকদের কথা ভেবেই তা সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই সংস্কারের জন্য সরকার পক্ষ থেকে পাঠানো হয়েছে বরাদ্দ টাকাও। তবে এক্ষেত্রে পুরোনো ঐতিহ্যকে বজায় রেখেই করা হবে সংস্কারের কাজ।
পাহাড়ে ঘুরতে গেলে পর্যটকদের অন্যতম এক আকর্ষণ হল ‘মর্গ্যান হাউস’ (Morgan House)। কালিম্পংয়ের ডরচক থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত এই ‘মর্গ্যান হাউস’। ব্রিটিশ আমলে পাইন কাঠ ও পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এই হাউসটি। তবে এটি রাজ্য সরকারের পর্যটন দফতরের বুটিক হোটেল হিসেবেই বর্তমানে পরিচিত। দীর্ঘদিন পর্যবেক্ষনের অভাবে এই মর্গ্যান হাউস তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে।
রাজ্য সরকার উত্তরবঙ্গের ৬ টি অতিথি নিবাস সংস্কারের জন্য প্রায় ১০ কোটি টাকা প্রকল্পের ঘোষণা করেছে। সেই সংস্কারের কাজ না হওয়ায় ফের গত অগস্ট মাসে ৫ টি অতিথি নিবাসের জন্য আলাদা করে কোটি টাকা দেওয়া হয় সরকার পক্ষ থেকে। এর মধ্যে থেকে কালিম্পং (kalimpong)-এর ‘মর্গ্যান হাউস’ সংস্কারের জন্য দেওয়া হয়েছে সাড়ে ২২ লক্ষ টাকা।
পাহাড়ে পর্যটনে ভ্রমণপ্রেমীদের জন্য এক আকর্ষনীয় স্থান এই মর্গ্যান হাউস। তাই এই হাউসটি দ্রুত সংস্কারের প্রয়োজন। এবিষয়ে জিটিএ-এর মুখপাত্র বলেছেন, ‘‘মর্গ্যান হাউসে (Morgan House) এখন নানাসামাজিক অনুষ্ঠানও হয়ে থাকে। রাজ্য সরকারের উদ্যোগেই এটার সংস্কার করা হবে। আমাদের লক্ষ্য বড়দিনের আগেই এই সংস্কারের কাজ শেষ করা। তবে এই হাউস এখন সবসময় বুকিং থাকে। তাই কাজ করার সময় আমাদের কিছু সমস্যা হচ্ছে।’’