গোসাইহাটে ভূতুড়ে কাণ্ড, আতঙ্কে বাসিন্দারা

0
123

মালদহ: আতঙ্কে থরহরিকম্প বাসিন্দারা৷ দিন নেই, রাত নেই যখন তখন দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন৷ অন্য কোথাও নয়, আগুন লাগছে শুধু মাত্র জামাকাপড়ে৷ ইতিমধ্যেই বাড়ির অর্ধেক জামাকাপড় আগুনে পুড়ে ছাড়খার হয়ে গিয়েছে৷ পরিস্থিতির পিছনে ভৌতিক কোনও কারণ আছে বলে মনে করছেন বাসিন্দারা৷ যার জেরে একবিংশ শতাব্দীতেও ভূতের আতঙ্ক গ্রাস করেছে আস্ত তল্লাটকে৷ যদিও ওয়াকিবহাল মহলের মতে, ভূতুড়ে কোনও কাণ্ড নয়৷ ওই এলাকায় কোনওভাবে গোবর গ্যাসের প্রভাব তৈরি হয়ে থাকতে পারে৷ তার থেকেই বাতাসের মাধ্যমে এই অগ্নি সংযোগ ঘটতে পারে৷

বাসিন্দারা জানিয়েছেন, কোন উৎস ছাড়াই বাড়িতে হঠাৎ হঠাৎ করে জ্বলে উঠছে আগুন। বিশেষ করে আগুন ধরছে জামা-কাপড়, বিছানা পত্রে। এমনই অদ্ভুত ঘটনার জেরে গত বেশ কিছুদিন ধরে আতঙ্কে দিন কাটছে মালদার কালিয়াচক-২নং ব্লকের বাঙ্গীটোলার গোঁসাই হাট এলাকার হাজারিটোলার একাধিক পরিবারের। জানা যায় গত শুক্রবার থেকে গোসাইহাট এলাকার বাসিন্দা ইসমাইল সেখ নামে এই পরিবারে কোনও কারন ছাড়াই হঠাৎ করে জ্বলে উঠছে আগুন।

- Advertisement -

পরিবারের বধূ আলিমা খাতুন বলছেন, ‘‘অদ্ভূত ঘটনা৷ আমাদের চোখের সামনে কিন্তু আগুন জ্বলছে না৷ একটু চোখের আড়াল হলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন৷ পরিস্থিতি এমন যে ভয়ে আলনায় জামাকাপড়ও রাখার জো নেই৷’’ হতবাক এলাকাবাসীও। ইসমাইল শেখ বলেন, ‘‘জীবনে কখনও ভূত দেখিনি ঠিকই কিন্তু একে ভূতুড়ে কাণ্ড ছাড়া আর কি বা বলি বলুন? শুধু মাত্র জামা কাপড়েই আগুন ধরছে৷ ফলে গায়ে জামাকাপড় রাখাটাও ঝুঁকির হয়ে যাচ্ছে৷’’ ওয়াকিবহাল মহল অবশ্য জানাচ্ছে, এলাকায় সচেতনতা শিবিরের প্রয়োজন রয়েছে৷ কারণ, গোবর গ্যাস জাতীয় কোনও কিছু থেকেই এসব হচ্ছে বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন: পরকীয়ায় মজেছে মন, চাইলে এভাবে দুটো বিয়ে করতে পারেন আপনিও