বিশ্বদীপ ব্যানার্জি: যদি প্রশ্ন করা হয়, শিব ঠাকুরের কয়টি ছেলে? বেশিরভাগ মানুষই জবাব দেবেন, দুই। কার্তিক এবং গণেশ। কিন্তু সেটা সত্যি নয়। আসলে দেবাদিদেবের পুত্র সন্তানের সংখ্যা পাঁচ। আর এই তালিকায় রয়েছে মঙ্গল গ্রহও।
আরও পড়ুন: কার্তিক-গণেশ : দুই ভাইয়ের মধ্যে বড় কে?
বিশ্বাস হচ্ছে না? শিবের ৫ পুত্রের মধ্যে একজনের নাম অঙ্গারক। পুরাণ মতে, এই অঙ্গারক-ই হলেন পৃথিবীর প্রতিবেশী লাল গ্রহটি। যেখানে কোনও সময় প্রাণের অস্তিত্ব ছিল বলে ধারণা করেন বৈজ্ঞানিকরা। যাই হোক, কার্তিক-গণেশ এবং অঙ্গারক ছাড়া শিবের বাকি দুই পুত্র হলেন অন্ধকাসুর এবং আয়াপ্পা।
অন্ধকাসু্রকে হিরণ্যাক্ষের পুত্র মনে করা হলেও আসলে তিনি শিবেরই সন্তান। অন্যদিকে আয়াপ্পা ভোলানাথের পুত্র হলেও তাঁর মাতা কিন্তু পার্বতী নন। সমুদ্র মন্থনকালে অসুরদের থেকে অমৃত ছিনিয়ে নিতে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। পরবর্তীতে এই রূপেই তিনি মহাদেবের সঙ্গে মিলিত হন। মহাদেব নাকি তাঁর রূপ দেখে প্রেমে মজে গিয়েছিলেন।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
মহাদেব আর মোহিনীর মিলনেই জন্ম হয় আয়াপ্পার। আবার এও কথিত, ভষ্মাসুরের হাত থেকে মহাদেবকে বাঁচাতেই বিষ্ণু মোহিনীরূপ ধারণ করেন। সেক্ষেত্রে মোহিনী এবং শিবের বরপুত্র মনে করা হয় আয়াপ্পাকে। যিনি মূলতঃ দক্ষিণ ভারতেই পুজো পেয়ে থাকেন। শিবের অন্য পুত্র কার্তিকের মতই।