খাস খবর ডেস্ক: জন্মদিনে অনেকেই কেক কেটে উদযাপন করেন। কেক কাটার রীতি নতুন নয়। কেক কাটার জন্য সাধারনত ছুরি ব্যবহার করা হয়। কিন্তু বন্দুক দিয়ে কেক কাটতে দেখেছেন কখনও। ভাবছেন তো, কি করে বন্দুক দিয়ে কেক কাটা যায়?
আরও পড়ুনঃ কোটি টাকার লটারি জিতে অনুব্রত প্রমাণ করলেন তিনি সত্যিই ভাগ্যবান
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উপলক্ষে বন্দুক দিয়ে কেক কাটা এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে বেশিরভাগ মানুষই অবাক হচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রাস্তার ধারে চার-পাঁচ জন বন্ধু মিলে জন্মদিন পালন করছে। কালো পোশাক পরা এক যুবকের হাতে রয়েছে একটি বন্দুক। ছুরির পরিবর্তে সেই বন্দুক দিয়েই কেক কাটা হচ্ছে। পাশে অন্যান্যরা মোবাইলে ছবি তুলছে। পাশাপাশি, গানবাজনাও চলছে।
আরও পড়ুনঃ বিজেপি বেসুরোদের পিকনিক কেবলই কি ‘গেট টুগেদার’, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
ইতিমধ্যে ২০ মিনিটের এই ছোট ভিডিওটি সোশাল মিডিয়া কাঁপাচ্ছে। মানুষ দেখে লাইক, শেয়ারও করছেন।
উল্লেখ্য, এর আগেও একবার বন্দুক দিয়ে কেক কেটে শ্রীঘরে গিয়েছিল দুই যুবক। উত্তরপ্রদেশ অর্থাৎ যোগীর রাজ্যে জন্মদিন উপলক্ষ্যে বন্দুক দিয়ে কেক কাটছিলেন কয়েকজন যুবক। ঘটনাটি ভাইরাল হতেই ব্যবস্থা নিতে তৎপর হয়ে ওঠে প্রশাসন। ঘটনায় জড়িত থাকার জন্য শাহনওয়াজ তার এক বন্ধু শাকিবকে গ্রেফতার করা হয়েছিল। পাশাপাশি, কেক কাটার বন্দুকটি এবং দুটি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছিল