খাস খবর ডেস্ক: পুজো আসে, শেষ হয়, নদীপাড়ে নিঃসঙ্গ অবস্থায় পড়ে থাকে খড়-মাটির কাঠামো। নদীতথা জলাশয়ে মেশে বিষাক্ত রঙ। তবে এবার আর সেই সমস্যা থাকল না। পরিবেশ বন্ধব গণেশ মূর্তি বানালেন বেঙ্গালুরুর এক তরুণী। তাঁর তৈরি গণেশের বিশেষত্ব, বিসর্জন নিয়ে ঝক্কি নেই! ভাসান দিয়েই খাওয়া যাবে গণপতি বাপ্পার প্রসাদ ।
কী সেই উদ্যোগ?
বেঙ্গালুরুর বাসিন্দা প্রিয়া জৈন এই অভিনব উদ্যোগ নিয়েছেন। চকোলেট দিয়ে তৈরি করেছেন গণপতি বাপ্পাকে। শুধু কি তাই? তাঁর গণেশের চাহিদা এখন দিকে দিকে। একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে প্রিয়া জানান, ‘প্রথমে আমার এক বন্ধু এই প্রস্তাব দিয়েছিল। আমি তখন তার কথায় খুব একটা আমল দিইনি। কিন্তু কিছু মূর্তি গড়তেই দেখলাম, মানুষ তা পছন্দ করেছে। চাহিদাও বাড়ছে। অনেকের কাছ থেকে উৎসাহ পেয়েছি আমি।’
আরও পড়ুন, বিজেপি করার অপরাধ, শ্রাদ্ধ করতে হলে লিখে দিতে হবে এক বিঘা জমি
তাঁর বক্তব্য, ‘আপনারা এই গণেশকে পুজো করতে পারবেন৷ মাটি কিংবা ধাতু নির্মিত প্রতিমা পুজো করার মতনই। চকোলেটের তৈরি হওয়ায়, এটি দুধে ভাসান দিলে তা পরে প্রসাদ হিসেবে পানও করা যাবে৷’
কিন্তু এক দেবতাকে এভাবে ভাসান দেওয়া? অনেকেই তো রুষ্ট হতে পারেন৷ প্রিয়ার সহজ জবাব, ‘প্রথাগত দেবতা হিসেবে এই মূর্তি তৈরি করিনি। পরিবেশের কথা ভেবেই এই চকোলেটের গণেশ তৈরি করেছি। তাছাড়া গণপতি বাপ্পা আমাদের বন্ধু বলেই জানতাম৷ কাজেই এর মাধ্যমে একটা পরিবেশ রক্ষার বার্তা দিতে চাইছি। পুজোর পর এই মূর্তি বিসর্জন না দিয়ে প্রসাদ ভেবে খেয়ে নিলে মনে হয় না কারুর আপত্তি থাকবে৷’