খাস খবর ডেস্ক: মাত্র পাঁচ বছর বয়স। আর এই বয়সেই ৫টি ভাষায় নিপুণ ভাবে গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে এক বিষ্ময় বালক। সে আর কেউ নয় সে হল ধৃতিষ্মান চক্রবর্তী। ৫ বছর বয়সে এমন প্রতিভা দেখে অবাক হয়েছেন সকলেই। তাকে নিয়ে সকলেই বেশ গর্বিত।
আরও পড়ুনঃ বাংলায় পুলিশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, বাড়ছে মহিলা নির্যাতন, তবু চুপ মুখ্যমন্ত্রী: Agnimitra Paul
মাস্টার ধৃতিষ্মান চক্রবর্তী জন্মগ্রহণ করে ২০১৬ সালের ১৬ মার্চ। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ এই বালকের। মাত্র ৫ বছর বয়সেই ৫টি ভাষায় গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে সে। ৫টি ভাষা হল অহমিয়া, সংস্কৃত, বাংলা, হিন্দি এবং ইংরাজি। ইতিমধ্যে এই বিষ্ময় বালক ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২১-এ নাম তুলেছে। সেখানে ধৃতিষ্মান চক্রবর্তীকে ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার নামে আখ্যা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ IPL Mega Auction 2022: এই ভারতীয় ক্রিকেটারকে অধিনায়ক করার চিন্তায় RCB
এছাড়াও বিষ্ময় বালক ধৃতিষ্মান চক্রবর্তীকে প্রধানমন্ত্রীর তরফ থেকে রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২২ দেওয়া হয়েছে। আর্ট এবং কালচারে তার প্রতিভার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বয়ং ট্যুইট করে সকলের সঙ্গে শেয়ার করেছেন এই খবর।
মোদী লিখেছেন, “মাত্র ৫ বছর বয়সেই ধৃতিষ্মান চক্রবর্তী ৫টি ভাষায় দক্ষতার সঙ্গে গান গাইতে পারে। মাত্র ৫ বছর বয়সেই সে লাভ করেছে ভারতের ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গারের খেতাব। আমি ধৃতিষ্মান চক্রবর্তীকে শুভেচ্ছা জানাচ্ছি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২২ পুরস্কার পাওয়ার জন্য। তার এই খ্যাতির জন্য তাকে অনেক অভিবাদন। ধৃতিষ্মান চক্রবর্তী ভবিষ্যতেও এভাবেই এগিয়ে যাক। ধৃতিষ্মান চক্রবর্তীর প্যাশন, তার গান, যেন আরও বিকশিত হয় এবং সে যেন উন্নতির শিখরে পৌছায়।”