বিশ্বদীপ ব্যানার্জি: হিন্দু ধর্মে মা কালীকে মনে করা হয়, আদ্যাশক্তি মহামায়া। সৃষ্টির উৎস তিনিই। আবার জীবের বিনাশেরও কারণ। অন্যদিকে বাঙালির কাছে সবচেয়ে জনপ্রিয় দেবী মা কালী-ই। কলকাতা শহরে দেবীর এত অজস্র মন্দির রয়েছে যে তাঁর আরেক নামই হয়ে গিয়েছে ‘কলকাত্তেওয়ালি’।
আরও পড়ুন: দেশজুড়ে পালিত হচ্ছে নাগ পঞ্চমী, জানেন এর নেপথ্যে কোন কাহিনী?
তবে দেবী কালিকার এমন কিছু রূপও আছে যা বাঙালির কাছে অপরিচিত। মায়ের এমন কিছু রূপ হয়েছে যা গৃহস্থ পুজো করতে পারে না। তন্ত্র সাধকরা সিদ্ধিলাভের জন্য জঙ্গলে বা শ্মশানে এই সকল রূপের পুজো করে থাকেন। আবার দেবীর কিছু আঞ্চলিক রূপও আছে। যা আবার অন্য অঞ্চলের মানুষদের কাছে অজানা।
এমনই একটি আঞ্চলিক রূপ হল ‘পেঁচি আম্মা’ বা ‘পেরিয়াছি কালী আম্মা’। আমরা জানি, মা ষষ্ঠী হলেন সন্তান জন্মের দেবী। এর পাশাপাশি তিনি ছোট শিশুদের রক্ষা করে থাকেন। কিন্তু শুধু তিনিই নন, পেঁচি আম্মা-ও ছোট শিশুদের রক্ষা করেন বলে কথিত তামিলনাড়ুতে। বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী হলেও মা কালীর এই বিশেষ রূপটি সেখানেই পূজিত হয়।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এই রূপে দেবী কালিকা একজন বৃদ্ধা। তামিল লোকশ্রুতি অনুযায়ী, যিনি ছোট ছোট শিশুদের খুবই ভালবাসেন। সেইসঙ্গে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন তাদের। খুব স্বাভাবিকভাবেই এই বুড়িমা রূপটি বাঙালির কাছে পরিচিত নয়। যদিও প্রাচীনত্বের কারণে বাংলায় এমন অনেক কালীমূর্তি রয়েছে যাঁদের বুড়িমা বা বড়মা বলে সম্বোধন করা হয়।