বেঙ্গালুরু: সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রথম পরিচয়। দেখা করতে গিয়েই ঘটল বিপত্তি। জোর করে মাদক পান করিয়ে অচেতন অবস্থায় ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতাকে তাঁর বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে গেলে স্থানীয়রা দেখতে পেলে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। এরপরই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটে কর্নাটকের (Karnataka) উদুপিতে। নির্যাতিতা জানিয়েছে, তাঁর ইনস্টাগ্রামে (Instagram) আলাপ হয়েছিল এক যুবকের সঙ্গে। গত শুক্রবার উদুপি জেলার কারকালায় যুবতী ওই যুবকের সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন। এরপরই ওই যুবক যুবতীকে নিয়ে এক ফাঁকা জায়গায় যায়। সেখানে তাঁকে জোর করে বিয়ার নামক মাদক খাওয়ায় অভিযুক্ত যুবক।
এরপরই ওই মহিলা অচেতন হয়ে পড়লে তাঁকে ধর্ষণ করে বলেই অভিযোগ নির্যাতিতার। এই ঘটনার পর রাতে নির্যাতিতাকে তাঁর বাড়ির সামনে ফেলে দিয়ে যেতে গেলে স্থানীয় কিছু বাসিন্দা তাকে ধরে ফেলে। ওই স্থানীয়রা যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
নির্যাতিতার চিকিৎসার পর তাঁর বয়ান নেয় পুলিশ। সেই বয়ানের ভিত্তিতেই ধর্ষণ, অপহরণ সহ একাধিক মামলা দায়ের করেন পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশ গ্রেফতার করেন অভিযুক্ত যুবককে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার মেডিক্যাল টেস্টের পরই বোঝা যাবে নির্যাতিতাকে ধর্ষণ নাকি গণধর্ষণ করা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। এই সময় সামনে আসছে একের পর এক ধর্ষণের ঘটনা। নারী নিরপত্তা নিয়ে তাই প্রশ্ন উঠছে আবারও?